০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ড. ইউনুসের পোস্টারে অগ্নিসংযোগ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে পটুয়াখালীতে আজ সকালে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের গোডাউন এলাকা থেকে বের হওয়া ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ-বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান, ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সমপাদক আমিনুর রহমান সিফাত খান।
মিছিলটি শহরের পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলকারীরা প্রধান উপদেষ্টার ছবিতে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন । এদিকে মিছিল কারীরা পরবর্তীতে তাদের ফেসবুক তা ছড়িয়ে দেন।
এ বিষয়ে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ বলেন, মিছিলের কথা শুনেছি, মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাখ//আর