পরাজিত শক্তি ইসকনকে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে : প্রফেসর আব্দুত তাওয়াব
পরাজিত পতিত শক্তি ইসকনকে দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য মনে করেছেন জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দরা। শুক্রবার ( ২৯ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দানকালে এ কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টীম সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
তিনি বলেন, আগামীতে যাতে এ ধরনের কোন ঘটনা ঘটাতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আগামী ১ লা ডিসেম্বর ফরিদপুর পৌরসভার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে৷ কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা: শফিকুর রহমান প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, জয়েন্ট সেক্রেটারি আবু হারিচ মোল্লা, এস এম বাশার ও মো জসিমউদ্দীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাখ//আর