০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কলমাকান্দায় ড্রেনের ময়লা পানিতে সড়ক সয়লাব

নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

গত দুই মাস ধরে বৃষ্টির দেখা না মিললেও নেত্রকোণা জেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের উপজেলা মোড় এলাকায় তাকালে মনে হয় যেন সবেমাত্র মুষলধারে বৃষ্টি হয়েছে। গত এক মাস ধরে ড্রেন উপচে দুর্গন্ধযুক্ত পানিতে প্রায় ১০০ গজ সড়কের বেশির ভাগ অংশ তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা। এই দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরাও। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে রয়েছে দুইটি ব্যাংক, একটি উচ্চ বিদ্যালয় ও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তাছাড়া এই ময়লাযুক্ত পানি পেরিয়ে যেতে হয় উপজেলা পরিষদ, কলমাকান্দা মডেল মসজিদসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ জায়গায়।

স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনের ময়লা পরিস্কার করে ড্রেনটিকে সচল করতে। তাহলেই সমস্যার সামাধান হবে বলে তারা মনে করছেন। এ নিয়ে উপজেলা মোড় এলাকার ব্যবসায়ী প্রান্ত সাহা বিভাস বলেন, সবসময় ড্রেনের পানিতে সড়কটি তলিয়ে থাকায় ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ময়লা পানিতে সড়কটি তলিয়ে যাওয়ায় দোকানে লোকজন কম আসে। এই ময়লা পানি নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি।

কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই ময়লা পানি পেরিয়ে প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। তাছাড়া এই ড্রেনের পাশে রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ ব্যাংক। সেখানে সেবা নিতে আসা প্রার্থীদেরও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এই ড্রেনটির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বেশ কিছু দিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে প্রতিনিয়ত বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা পানিতে রাস্তাটির বেশির ভাগ অংশ তলিয়ে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সাথে কথা হয়েছে। সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
৩১ জন দেখেছেন

কলমাকান্দায় ড্রেনের ময়লা পানিতে সড়ক সয়লাব

আপডেট : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

গত দুই মাস ধরে বৃষ্টির দেখা না মিললেও নেত্রকোণা জেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের উপজেলা মোড় এলাকায় তাকালে মনে হয় যেন সবেমাত্র মুষলধারে বৃষ্টি হয়েছে। গত এক মাস ধরে ড্রেন উপচে দুর্গন্ধযুক্ত পানিতে প্রায় ১০০ গজ সড়কের বেশির ভাগ অংশ তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা। এই দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরাও। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে রয়েছে দুইটি ব্যাংক, একটি উচ্চ বিদ্যালয় ও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তাছাড়া এই ময়লাযুক্ত পানি পেরিয়ে যেতে হয় উপজেলা পরিষদ, কলমাকান্দা মডেল মসজিদসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ জায়গায়।

স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনের ময়লা পরিস্কার করে ড্রেনটিকে সচল করতে। তাহলেই সমস্যার সামাধান হবে বলে তারা মনে করছেন। এ নিয়ে উপজেলা মোড় এলাকার ব্যবসায়ী প্রান্ত সাহা বিভাস বলেন, সবসময় ড্রেনের পানিতে সড়কটি তলিয়ে থাকায় ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ময়লা পানিতে সড়কটি তলিয়ে যাওয়ায় দোকানে লোকজন কম আসে। এই ময়লা পানি নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি।

কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই ময়লা পানি পেরিয়ে প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। তাছাড়া এই ড্রেনের পাশে রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ ব্যাংক। সেখানে সেবা নিতে আসা প্রার্থীদেরও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এই ড্রেনটির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বেশ কিছু দিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে প্রতিনিয়ত বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা পানিতে রাস্তাটির বেশির ভাগ অংশ তলিয়ে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সাথে কথা হয়েছে। সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বাখ//আর