ইসকন নিষিদ্ধের দাবিতে বাউফলে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাড়ে ১০ টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে তাওহীদি ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বন্দরের ডাকবাংলোর সামনে থেকে বের হয়ে সদর রোড, সিনেমা হল রোড, হাইস্কুল রোড, ও বাজার রোড প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক এইচ এম বাবলু ও কালাইয়া ইউনিয়ন ছাত্র শিবিরের শভাপতি ইমরান। এ সময় বক্তারা ইসকনকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন দাবি করে তা নিষিদ্ধ এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার দাবি করেন।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা শহরে ইসকন নিষিদ্ধের দাবিতে ছাত্র- জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মুক্তমঞ্চে এক প্রতিবাদ সভা করেছেন বিক্ষোভকারীরা।
বাখ//এস