০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আজ ঢাকা মাতাবেন আতিফ আসলাম
পাকিস্তানে জন্ম হলেও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। দুনিয়াজুড়ে যার রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী। গান গেয়ে জয় করেছেন কোটি শ্রোতার মন। বলিউডের বহু সুপারহিট গানের স্রষ্টা তিনি। বাংলাদেশের সংগীত অনুরাগীরও পছন্দের তালিকায় রয়েছেন তিনি।
বাংলাদেশের দর্শক মাতাতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০ কনসার্টে গাইবেন তিনি। কনসার্ট উপলক্ষে গতকাল ২৮ নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছেছেন এ শিল্পী।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান জানায়, আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন আতিফ। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।
প্রসঙ্গত, বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে।
বাখ//আর