০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এমপি রশীদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে আরও দুই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে আদালতে হাজির করা হলে দুটি পৃথক মামলার তদন্ত কর্মকর্তারা সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক আনোয়ারুল ইসলাম দুই মামলায় একযোগে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জি আর ১২৬/২৪ মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন জানান, আমরা সাত দিনের রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক যুক্তি শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিশ্বাস করি পুলিশি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে। অন্যদিকে জি আর ১১৭/২৪ মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন সাবেক এমপি রশীদুজ্জামান। এ কারণে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক আমাদের যুক্তি শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল আদালতে দাবি করেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। আদালত সাত দিনের পরিবর্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, সাবেক এমপি রশীদুজ্জামানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ঈশিতা এনাম ঋতু মামলা করেন (যার নং জি আর ১১৭/২৪)। এতে রশীদুজ্জামান সহ ৯১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ২৯০-৩০০ জনকে আসামি করা হয়। অন্য মামলাটি করেন ছাত্রদলের কর্মী রুবেল সরদার।

তিনি মামলায় উল্লেখ করেন ২০২০ সালের ৯ অক্টোবর পাইকগাছা বাসস্ট্যান্ডে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলা এবং ভাঙচুর করা হয়। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এদিকে পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব মামলার পেছনের প্রকৃত ঘটনা উদঘাটনের আশা করছে সংশ্লিষ্টরা।

বাখ//ইস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
৪৩ জন দেখেছেন

সাবেক এমপি রশীদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে আরও দুই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে আদালতে হাজির করা হলে দুটি পৃথক মামলার তদন্ত কর্মকর্তারা সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক আনোয়ারুল ইসলাম দুই মামলায় একযোগে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জি আর ১২৬/২৪ মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন জানান, আমরা সাত দিনের রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক যুক্তি শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিশ্বাস করি পুলিশি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে। অন্যদিকে জি আর ১১৭/২৪ মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন সাবেক এমপি রশীদুজ্জামান। এ কারণে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক আমাদের যুক্তি শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল আদালতে দাবি করেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। আদালত সাত দিনের পরিবর্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, সাবেক এমপি রশীদুজ্জামানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ঈশিতা এনাম ঋতু মামলা করেন (যার নং জি আর ১১৭/২৪)। এতে রশীদুজ্জামান সহ ৯১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ২৯০-৩০০ জনকে আসামি করা হয়। অন্য মামলাটি করেন ছাত্রদলের কর্মী রুবেল সরদার।

তিনি মামলায় উল্লেখ করেন ২০২০ সালের ৯ অক্টোবর পাইকগাছা বাসস্ট্যান্ডে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলা এবং ভাঙচুর করা হয়। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এদিকে পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব মামলার পেছনের প্রকৃত ঘটনা উদঘাটনের আশা করছে সংশ্লিষ্টরা।

বাখ//ইস