পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে আ’লীগ : সোহেল তাজ
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রতি ইঙ্গিত করে দলটির সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে; দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করেছে। ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ বলেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না।
তিনি বলেন, প্রথমে ডিজিটাল জুডিসিয়াল ক্যুর চেষ্টা। তারপর একের পর এক অপচেষ্টা—আনসার বাহিনী, ব্যাটারিচালিত রিকশা, নূর হোসেন দিবসে, ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা; আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা।
ফেসবুক পোস্টে সোহেল তাজ মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ ও ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ নামের দুটি বইও সবাইকে পড়ার অনুরোধ করেন।
বাখ//আর