সেনবাগের দুই আ.লীগ নেতা চট্টগ্রাম থেকে গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের একটি দল চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি নাশকতার মামলায় সেনবাগের অভিযুক্ত দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লা আল মামুন ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, উপজেলার নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লা আল মামুন ও সাধারন সম্পাদক নজরুল ইসলামকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি বাসা থেকে সেনবাগ থানা পুলিশের একটি দল গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় তিনটি করে নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
বাখ//আর