০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের ৫ম রাউন্ডের খেলায় বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। হাইভোল্টেজ ম্যাচে এদিন ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দেয় বায়ার্ন মিউনিখ। কিন্তু আগের তিনবারের মতো এবারও বদলায়নি ফরাসি জায়ান্টদের ভাগ্য। ম্যাচের ৩৮ তম মিনিটে দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার মিন-জের হেডে লিড নেয় বায়ার্ন।
এরপর গোল শোধের চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ডেভিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডেম্বেলে। এরপর দশ জনের দল নিয়ে প্রতিপক্ষের মাঠে আর পেরে ওঠেনি পিএসজি। তাতেই ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচে হারল পিএসজি।
বাখ//আর