০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে : মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদক

ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলন হোসেন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট দানব সরকারকে উৎখাত করেছে দেশের ছাত্র-জনতা। তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? তিন মাসও যায়নি, রাস্তায় রাস্তায় অবরোধ! কেন এই ভয়াবহ হিংসা? সমস্যা কোথায়? আর কত এই বিভাজন?

ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে? গত কয়েকদিনের ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন ও আতঙ্কিত। বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের সবাইকে দায়িত্বজ্ঞান সম্পন্ন কথা বলতে হবে।

মির্জা ফখরুল আরোও বলেন, প্রথম আলো, ডেইলি স্টারসহ অন্যান্য মিডিয়াতে হামলার নিন্দা জানাই। যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সারাজীবন লড়াই করলাম, সেখানে জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও স্লোগান দেয়া হচ্ছে। এই বাংলাদেশ কখনও দেখতে চাইনি। কারও দ্বিমত থাকতে পারে কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা জীবন দিয়ে রক্ষা করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের উত্তরন সম্ভব নয়।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৭:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
৩৬ জন দেখেছেন

ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে : মির্জা ফখরুল

আপডেট : ০৭:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলন হোসেন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট দানব সরকারকে উৎখাত করেছে দেশের ছাত্র-জনতা। তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? তিন মাসও যায়নি, রাস্তায় রাস্তায় অবরোধ! কেন এই ভয়াবহ হিংসা? সমস্যা কোথায়? আর কত এই বিভাজন?

ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে? গত কয়েকদিনের ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন ও আতঙ্কিত। বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের সবাইকে দায়িত্বজ্ঞান সম্পন্ন কথা বলতে হবে।

মির্জা ফখরুল আরোও বলেন, প্রথম আলো, ডেইলি স্টারসহ অন্যান্য মিডিয়াতে হামলার নিন্দা জানাই। যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সারাজীবন লড়াই করলাম, সেখানে জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও স্লোগান দেয়া হচ্ছে। এই বাংলাদেশ কখনও দেখতে চাইনি। কারও দ্বিমত থাকতে পারে কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা জীবন দিয়ে রক্ষা করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের উত্তরন সম্ভব নয়।

বাখ//আর