শাহজাদপুরে ভুয়া এনজিওর নামে কোটি টাকার প্রতারণা
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ভুয়া এনজিও পাবলিক ওয়েল ফেয়ার অর্গানাইজেশ (পি ডাব্লি ও) নামে কোটি টাকা নিয়ে উধাও । গ্রাহকরা বিক্ষোভ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
জানা গেছে , শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লার ইটালী প্রবাসী জনকৈ আনিছুর রহমানের বাড়ি ১৫ দিন পূর্বে ভাড়া নেয় পাবলিক ওয়েল ফেয়ার অর্গানাইজেশ ( পি ডাব্লি ও)। এরপর এনজিও কর্মীরা উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকার নীরিহ মানুষদের বড় লোন দেবার কথা বলে শত শত মানুষের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা নেয়। সোমবার বিকেলে তাদের টাকা দেবার কথা।
এদিন বিকেলে বিভিন্ন গ্রাম থেকে শত শত নারীরা আসে শক্তিপুরস্থ ওই এনজিও অফিসে। অফিসে এসে কর্মকর্তাহীন তালা ঝুলানো অফিস দেখে তারা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
বাড়ির মালিকের স্ত্রী জানান, ওই এনজিও কিছু কর্মকর্তা এসে আমার অফিস ভাড়া নেয়। কাগজপত্র দেখার কথা বললে তারা বলেন আমরা নতুন বছরে সকল কাগজপত্র দেখাব। এরপর থেকে তারা পালিয়ে যায়। পরে শত শত নারীরা বাড়ির মালিক ও এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় শত শত গ্রাহকেরা জানায়, আমাদের ২ লাখ থেকে ৩ লাখ লোন দেবার কথা বলে কারো নিকট থেকে ১০ হাজার ও ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এরকম শাহজাদপুর উপজেলা থেকে শত শত নীরিহ মানুষের নিকট থেকে টাকা নেয়। অনেক গ্রাহক এ ঘটনায় কান্নায় ভেঙ্গে পরে।
সন্ধ্যায় থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ আছলাম আলী বলেন, আমরা শুনেছি ভুয়া এনজির সাইনবোর্ড লাগিয়ে শত শত মানুষের নিকট থেকে কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও পুরষেরা ছিল।
এ ব্যপারে আমরা মামলা দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
বাখ//আর