বাংলা খবর বিডিতে সংবাদ প্রকাশের পর
তাড়াশ পৌর শহরের ১ কিলোমিটার রাস্তায় ৩০ হাজার লোকের ভোগান্তির অবসান
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের প্রবেশের জনগুরুত্বপূর্ণ বারোয়ারী বটতলা থেকে প্রেস ক্লাব চত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা খানা-খন্দ সৃষ্টি হয়ে পানি জমে বেহাল দশায় পড়ে ছিল র্দীঘদিন। ফলে ভোগান্তীতে পড়েছিল পৌর শহর তথা উপজেলার ৩০ হাজার মানুষ।
এমন একটি প্রতিবেদন গত ২০ সেপ্টেম্বর অনলাইন সংবাদপত্র বাংলা খবরে প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসানের দৃষ্টি গোচর হলে তিনি দরপত্রের মাধ্যমে ১৮ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি প্রশস্ত করে ঢালাই কাজের মাধ্যমে সংস্কার করছেন। এতে ওই রাস্তায় চলাচলকারী প্রায় ৩০ হাজার লোকের ভোগান্তির অবসান হতে চলছে।
এ ব্যপারে এ পথে প্রতিনিয়ত চলাচলকারী তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, আমাদের ওই এক কিলোমিটার রাস্তার জন্য দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। এখন সে ভোগান্তির অবসান হতে চলছে।
তাড়াশ পৌর প্রশাসক খালিদ হাসান বলেন, কাজটি প্রায় শেষ পর্যায়ে। কাজ শেষ হলে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর যাতায়াতে কষ্ট দুর হবে।
বাখ//আর