উল্লাপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
জনগণের দীর্ঘ ভোগান্তির পর উল্লাপাড়া পৌরসভার দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সড়কদুটি সংস্কারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে জানান পৌরবাসী। রাস্তা দুটি অনেক দিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কমকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র আবু সালেহ মোহাম্মদ হাসনাত এই জনগুরুত্বপূর্ণ রাস্তা দুটির সংস্কার কাজের উদ্বোধন করেন।
রাস্তা দুটি হলো পৌরসভার ঝিকিড়া মহল্লা থেকে বিজ্ঞান মোড় ৪৫০ মিটার এবং উল্লাপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে কবরস্থানের হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত ৬০৫ মিটার রাস্তা। এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় রাস্তা দুটির সংস্কার কাজ বাস্তবায়ন করবে মেসার্স মিম এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সচিব রফিকুল ইসলাম, পৌর প্রকৌশলী সামিউল কবির, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিল মোঃ রেজাউল করিম, মীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপি নেতা মোঃ শাহীন রেজা মুন্সী সহ আরো অনেকে।
বাখ//এস