অ্যান্টিগা টেস্ট : ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হারের মুখে বাংলাদেশ
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুটা হয়েছিল চমক দিয়ে। হাতে ১ উইকেট রেখে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে থাকার পরও বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ইনিংস ঘোষণা করেন। কন্ডিশনের সুবিধা নিতেই এ সিদ্ধান্ত নেন মিরাজ। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন টাইগার বোলাররা। তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।
জিততে হলে মিরাজের দলকে রেকর্ড গড়তে হবে। এমন সমীকরণের ম্যাচে আবারও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ। মাঠ ও প্রতিপক্ষ পাল্টালেও বাংলাদেশের ব্যাটিংয়ের পুরনো রোগ পাল্টায়নি। ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে আরেকটি টেস্ট হারের শঙ্কায় বাংলাদেশ।
যেখানে উইকেটে টিকে থাকার চ্যালেঞ্জ ছিল ব্যাটারদের সামনে সেখানে টিকে থাকার চেষ্টা একদমই দেখা গেল না কারও মধ্যে। তাই চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট।
বাখ//আর