০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন পান্ত

আইপিএল মানেই তো চাকচিক্যতা আর অর্থের ঝনঝনানি। বিশ্বের সবচেয়ে দামী এই ক্রিকেট লিগ নিয়েই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের শেষ নেই। তিন বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মেগা অকশন। যার প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি।

জেদ্দায় চলমান এবারের মেগা নিলামের প্রথম ৫ প্লেয়ার বিক্রি হয় ১০০ কোটি রুপিরও বেশি দামে! যা পৃথিবীর অন্য অনেক দেশের ফ্র্যাঞ্জাইজি লীগের খরচের চেয়েও বেশি।

গেল আসরে মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লাখ রুপির রেকর্ডটা ভাঙে নিলামের শুরুর ত্রিশ মিনিটেই। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামী প্লেয়ার হিসেবে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। কিন্তু সেই রেকর্ড টিকলো ১৫ মিনিটেরও কম সময়!

আইয়ারকে ছাড়িয়ে যায় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের দাম। ২৭ কোটি রুপিতে পান্তকে দলে ভিড়িয়েছে লাখনৌ সুপার জায়ান্টস। তাতেই আইপিএলে সর্বোচ্চ দামী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন ঋষাভ পান্ত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দিনব্যাপী মেগা নিলামের তালিকায় এবার থাকছে ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হচ্ছে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

আজকের মেগা নিলামে প্রথমেই তোলা হয় ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। যা ছিল তখন পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
৩৭ জন দেখেছেন

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন পান্ত

আপডেট : ১২:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

আইপিএল মানেই তো চাকচিক্যতা আর অর্থের ঝনঝনানি। বিশ্বের সবচেয়ে দামী এই ক্রিকেট লিগ নিয়েই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের শেষ নেই। তিন বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মেগা অকশন। যার প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি।

জেদ্দায় চলমান এবারের মেগা নিলামের প্রথম ৫ প্লেয়ার বিক্রি হয় ১০০ কোটি রুপিরও বেশি দামে! যা পৃথিবীর অন্য অনেক দেশের ফ্র্যাঞ্জাইজি লীগের খরচের চেয়েও বেশি।

গেল আসরে মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লাখ রুপির রেকর্ডটা ভাঙে নিলামের শুরুর ত্রিশ মিনিটেই। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামী প্লেয়ার হিসেবে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। কিন্তু সেই রেকর্ড টিকলো ১৫ মিনিটেরও কম সময়!

আইয়ারকে ছাড়িয়ে যায় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের দাম। ২৭ কোটি রুপিতে পান্তকে দলে ভিড়িয়েছে লাখনৌ সুপার জায়ান্টস। তাতেই আইপিএলে সর্বোচ্চ দামী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন ঋষাভ পান্ত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দিনব্যাপী মেগা নিলামের তালিকায় এবার থাকছে ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হচ্ছে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

আজকের মেগা নিলামে প্রথমেই তোলা হয় ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। যা ছিল তখন পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার।

বাখ//এস