শাহজাদপুরে শিক্ষক আনোয়ার হোসেনের স্মরণে দোয়া মাহফিল
শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হাইস্কুল এলামনাই এসোসিয়শন সাবেক সভাপতি মরহুম আনোয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শাহজাদপুর হাইস্কুল এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
এলামনাই এসোসিয়েশনের সভাপতি আলহাজ মাসুদ হাসান খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিক্ষক রফিকুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, সরকারি পাইলট উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলাম, প্রাক্তন শিক্ষক ছোরহাব আলী, এ্যাড মতিয়ার রহমান, প্রাক্তন ছাত্র অধ্যক্ষ আব্দুল মতিন, সহকারি অধ্যাপক আসমত আলী, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক সাগর বসাক প্রমুখ।
বক্তরা বলেন প্রয়াত শিক্ষক ছিলেন একজন সাদা মনের মানুষ। তাই তার আদর্শ আমাদের ধরে রাখতে হবে। শেষে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
বাখ//এস