কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন
পটুয়াখালীর কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ৯ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সিকদার বাড়ি দল নাচনাপাড়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ০৮ টায় অনুষ্ঠিত সিকদার সড়ক (কালভার্ট) বালুর মাঠে সিথিল এন্টারপ্রাইজ ও সিকদার স্পোর্টস আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উদ্বোধন করেন কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিথিল এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার, মো.জসিম উদ্দিন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, ক্রীড়া পরিচালক জামাল উদ্দিন আকন, মো.হেলাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, লিটন সিকদার, তাজুল সিকদার,রাকিবুল হাসান হিরন, রাকিবুল সিকদার, সোহেল সিকদার এবং ফকরুল আলম। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
খেলা পরিচালনা করেন সাব্বির সিকদার ও সজল সিকদার। ধারাভাষ্য প্রদান করেন বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং ইভান মাতুব্বর। টসে জয়লাভ করে সিকদার বাড়ি দল ব্যাটিং করে ১২৮ রান করে জবাবে নাচনাপাড়া দল সবকটি উইকেট হারিয়ে ১০৭ রানে অলআউট হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাচনাপাড়া দলের নিশাত। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিকার বাড়ী দলের মো: অনিক।
বাখ//এস