শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীকে জবাই করে হত্যা : দুই জন গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামে নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে রইচ উদ্দিন (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৬ হাজার টাকার লোভে ব্যবসায়ী রইস উদ্দিনকে জবাই করে হত্যা করা হয়েছে।
তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেলে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে। এরা হলো, উপজেলার নলুয়া গ্রামের আজিজ আলি মন্ডলের ছেলে মামুন (২৭) ও যুগনীদহ গ্রামের মৃত রানু শেখের ছেলে জয়নাল শেখ (৫০)। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ নিহত ব্যবসায়ী রইস উদ্দিনের ব্যবহৃত দুইটি মোবাইল, রক্তমাখা কাপড় ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। তিনি জানান, ১৬ হাজার টাকার লোভে আসামী মামুন ও জয়নাল গত ৩ নভেম্বর রাত ১২ টার দিকে রইচ উদ্দিনকে তার ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে যায়।
একপর্যায়ে তারা রইস উদ্দিনকে ঝাপটে ধরে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করে। পরে তার লাশ বস্তায় ভরে নলুয়া বটতলার একটি ডোবায় ফেলে দেয় এবং রইস উদ্দিনের ঘর থেকে ১৬ হাজার টাকা নিয়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে থাকে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসামি মামুন ও জয়নাল মাঝে মধ্যেই রইস উদ্দিনের দোকানে আড্ডা দিত। টাকার লোভেই তারা রইস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করে। হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, মুদি ব্যবসায়ী রইস উদ্দিন নিঁখোজ হওয়ায় ১৫ দিন পর গত সোমবার বিকেলে পুলিশ নলুয়া গ্রামের ডোবা থেকে নিহতের গলিত লাশ উদ্ধার করে। পরদিন নিহতের ছেলে দুলাল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, আসামিদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।অন্যদিকে থানার সামনেই এলাকার শত শত নারী ও পুরুষেরা গ্রেফতার কৃতদের ফাসির দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বাখ//আর