ট্রাম্পের শাসনামল অপছন্দ হলে ৪ বছরে সমুদ্র যাত্রার প্যাকেজ
ট্রাম্প সরকারের থেকে দূরে থাকতে, ক্রুজ কোম্পানি বিরোধীদের জন্য ৪ বছরের ভ্রমণের ব্যবস্থা করছে। আগামী ৪ বছরের জন্য প্রেসিডেন্টের গদিতে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে, ট্রাম্পের জয় কাউকে খুশি করেছে। কারও মন ভেঙে দিয়েছে।
এমন পরিস্থিতিতে হতাশ নাগরিকদের জন্য অদ্ভুত ঘোষণা করল ক্রুজ কোম্পানি। নাম ভিলা ভি রেসিডেন্স। এই কোম্পানি ট্রাম্পের সরকারে হতাশ নাগরিকদের জন্য দারুণ ট্যুর প্যাকেজ লঞ্চ করেছে। পকেটে ডলার থাকলেই এই জাহাজে চড়ে আগামী চার বছরের জন্য ঘুরতে যেতে পারবেন আমেরিকানরা। ট্রাম্পের মেয়াদ শেষে ফিরে আসতেও পারবেন।
জানা গিয়েছে, কোম্পানিটি ৪ বছরের ‘স্কিপ ফরোয়ার্ড’ প্যাকেজ, ৩ বছরের ‘এভরিহোয়ার বাট হোম’ প্যাকেজ, ২ বছরের ‘মিড-টার্ম সিলেকশন’ প্যাকেজ এবং ১ বছরের ‘রিয়েলিটি’ প্যাকেজ অফার করছে। প্যাকেজগুলির দাম ৩৩.৭৬ লক্ষ টাকা থেকে শুরু হবে, তবে কোনও ব্যক্তি যদি ৪ বছরের জন্য নিজস্ব রুম বুক করে রাখতে চান, তাহলে তার জন্য খরচ ২.১৬ কোটি টাকা। আর ৪ বছরের জন্য কোনও ব্যক্তি যদি আরও একজনের সঙ্গে রুম শেয়ার করে নিতে পারেন। তাহলে মাথাপিছু ১. ৩৫ কোটি টাকা করে পড়বে।
বাখ//আর