জিপি পদে নন প্র্যাকটিশনার লইয়ার নিয়োগের অভিযোগে জেলা আইনজীবী সমিতির তলবী সভা
পটুয়াখালী জেলার জিপি হিসেবে নিয়োগ দেয়া আইনজীবী এডভোকেট আব্দুল্লাহ ইউসুফ একজন অনিয়মিত ফৌজদারি প্রাকটিশনারসহ এন আই এ্যাক্টের ১৩৮ ধারার একাধিক মামলার আসামি এই অভিযোগে দরখাস্তের প্রেক্ষিতে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক তলবী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৭৫ জন আইনজীবীর স্বাক্ষরিত এক অভিযোগের প্রেক্ষিতে এ তলবী সভা অনুষ্ঠিত হয়।
গত ১৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির একাধিক সাবেক জিপি,সভাপতি ও সাধারন সম্পাদক এক লিখিত দরখাস্তে নবনিযুক্ত জিপির এ নিয়োগে বিচারকার্যে ক্ষতি সহ আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় সিদ্ধান্তের জন্য একতলবী সভা আহ্বানের আবেদন করেন। ৭৫ জন আইনজীবী তাদের লিখিত অভিযোগে বলেন,যাকে জিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তিনি একজন অনিয়মিত ফৌজদারি প্রাকটিশনার। তিনি এন ,আই এ্যাক্টের ১৩৮ ধারার একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতিতে জনৈক আব্দুস সালামকে মারধরের কারণে অভিযোগের পেক্ষিতে আইনজীবী সমিতর ভিজিলেন্স কমিটিতে শোকজের জবাব দাখিলের জন্য রয়েছে। তার কোন নিজস্ব চেম্বার এবং মহরার নেই। তিনি আদৌ একজন দেওয়ানী প্র্যাক্টিশনার নন। এমন একজন অনভিজ্ঞ বিতর্কিত আইনজীবীকে জেলার সরকারি কৌশলী হিসেবে নিয়োগ দেয়ায় সাধারণ আইনজীবী ও জনমনে অসন্তোষও ক্ষোভের সৃষ্টি হয়েছে পাশাপাশি সরকার তথা রাষ্ট্রের স্বার্থ পরিপন্থী কাজ হয়েছে।যা সরকারের স্বার্থ রক্ষায় বিচারকার্যে দারুন ক্ষতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি তার নিয়োগে ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফর রহমান খোকনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার, সবেক সাধারন সম্পাদক ও এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট আফজাল হোসেন তালুকদার স্বপন,সিনিয়র অ্যডভোকেট মো মোহসিনউদ্দিন, এপিপি অ্যাডভোকেট শওকত হোসেন, এপিপি সাইদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ও এডিশনাল জিপি অ্যাডভোকেট জাকির হোসেন, এজিপি তরিকুল ইসলাম, এডিশনাল পিপি অ্যাডভোকেট মো জাহাঙ্গীর হোসেন,প্রমুখ।
সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় উল্লেখিত আইনজীবীর নিয়োগ বাতিল পূর্বক একজন অভিজ্ঞ সিভিল লইয়ার্সকে উল্লেখিত পদে নিয়োগের সুপারিশ করে তা রেজুরেশন আকারে আইন উপদেষ্টার বরাবরে প্রেরন করার ।
উল্লেখ্য পটুয়াখালী জেলা ও দায়রাজজ আদালত ও এর বিভিন্ন আদালতের জন্য জিপি, পিপি সহ বিভিন্ন পদে ৭২ জন আইনকর্মকর্তা নিয়োগ দেয়া হয় গত ১৩ নভেম্বর। এ নিয়োগের পর থেকে জিপি সহ তিনজন আইনকর্মকর্তার নিয়োগের বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা দায়রাজজের মাধ্যমে আইনউপদেষ্ঠা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। এ ছাড়াও প্রতি কর্মদিবসে কোর্ট প্রাঙ্গনে সাধারন আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন।
বাখ//আর