মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া
এবারের আসরে সেরার মুকুট অর্জন করেছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ মিস ইউনিভার্সের ২১ বছর বয়সী এই তরুণী বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন।
শনিবার রাতে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছে এই সুন্দরী প্রতিযোগিতা। যেখানে ১২০ জনের বেশি প্রতিযোগীকে হারিয়েছেন ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ এবং এই প্রতিযোগিতায় তিনিই প্রথম ডেনিশ বিজয়ী। ভিক্টোরিয়া একাধারে নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং ভবিষ্যৎ আইনজীবী। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা আর দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান। সিএনএন
মুকুট গ্রহণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন, বর্তমান মিস ইউনিভার্স শেইনিস প্যালাসিওস। মিস ইউনিভার্সের এই জমকালো আয়োজনে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রবিন থিক, এবং উপস্থাপনায় ছিলেন মারিও লোপেজ ও প্রাক্তন মিস ইউনিভার্স অলিভিয়া কালপো।
বাখ//আর