সাঁথিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন কিন্ডার গার্টেন এসোসিয়েশন পাবনার সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৬ নভেম্বর) সাঁথিয়া সরকারি কলেজ ও কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাঁথিয়া উপজেলার অধীনে ২৮ টি বিদ্যালয় থেকে এ দুটি কেন্দ্রে মোট ১ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। সাঁথিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্র সচিব সহাকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু সাঁথিয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক শফিউল আলম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন মোহাম্দ আলী জিন্নাহ। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
বাখ//এস