০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাপলা চত্বরের ভাইরাল স্ক্রিনশটের ব্যাখ্যা দিলেন ফারুকী

বিশেষ প্রতিবেদক

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাম ব্যবহার করে একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, ফারুকী নাকি ওই সময় বলেছিলেন, শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে। তবে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন ফারুকী।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ইস্যু নিয়ে কথা বলেন। ফারুকী লিখেছেন, যারা তার কাজ সম্পর্কে অবগত, তারা জানেন যে তিনি মানুষের প্রতি সহমর্মী এবং মধ্যপন্থা অবলম্বন করেন। তিনি সব মতকে সম্মান জানিয়ে পারস্পরিক সহমর্মিতার আহ্বান করেন। ফারুকী উল্লেখ করেন, শাপলা চত্বরে মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুর পর তিনি ব্যথিত হয়ে ইংরেজিতে পোস্ট করেছিলেন যে তিনি ঘুমাতে পারছেন না। সেই সময়ের পোস্টটি কেউ চাইলে এখনো দেখে আসতে পারেন। মাদ্রাসার ছাত্রদের মৃত্যু নিয়ে কোনো ধরনের উল্লাসের মন্তব্য তিনি কখনো করেননি বলে দাবি করেন।

ফারুকী আরও ব্যাখ্যা করেন, তার নিজের পরিবারের সদস্যরাও মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি কখনোই কোনো মানুষের মৃত্যুতে উল্লাস করতে পারেন না, এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করেন। ফারুকী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট এবং উইকিপিডিয়া কার্ড তৈরি করা হচ্ছে। এসব ভিত্তিহীন দাবিকে অবজ্ঞা করতে অনুরোধ করেন তিনি।

ফারুকী আশাবাদ ব্যক্ত করেন, শীঘ্রই তারা আট বিভাগীয় শহরে একটি নতুন উদ্যোগ শুরু করবেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১২৮ জন দেখেছেন

শাপলা চত্বরের ভাইরাল স্ক্রিনশটের ব্যাখ্যা দিলেন ফারুকী

আপডেট : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাম ব্যবহার করে একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, ফারুকী নাকি ওই সময় বলেছিলেন, শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে। তবে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন ফারুকী।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ইস্যু নিয়ে কথা বলেন। ফারুকী লিখেছেন, যারা তার কাজ সম্পর্কে অবগত, তারা জানেন যে তিনি মানুষের প্রতি সহমর্মী এবং মধ্যপন্থা অবলম্বন করেন। তিনি সব মতকে সম্মান জানিয়ে পারস্পরিক সহমর্মিতার আহ্বান করেন। ফারুকী উল্লেখ করেন, শাপলা চত্বরে মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুর পর তিনি ব্যথিত হয়ে ইংরেজিতে পোস্ট করেছিলেন যে তিনি ঘুমাতে পারছেন না। সেই সময়ের পোস্টটি কেউ চাইলে এখনো দেখে আসতে পারেন। মাদ্রাসার ছাত্রদের মৃত্যু নিয়ে কোনো ধরনের উল্লাসের মন্তব্য তিনি কখনো করেননি বলে দাবি করেন।

ফারুকী আরও ব্যাখ্যা করেন, তার নিজের পরিবারের সদস্যরাও মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি কখনোই কোনো মানুষের মৃত্যুতে উল্লাস করতে পারেন না, এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করেন। ফারুকী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট এবং উইকিপিডিয়া কার্ড তৈরি করা হচ্ছে। এসব ভিত্তিহীন দাবিকে অবজ্ঞা করতে অনুরোধ করেন তিনি।

ফারুকী আশাবাদ ব্যক্ত করেন, শীঘ্রই তারা আট বিভাগীয় শহরে একটি নতুন উদ্যোগ শুরু করবেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে।

বাখ//আর