স্কুল গেটে লরি চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
পাবনার ভাঙ্গুড়ায় স্কুল গেটে তেলবাহী লরির চাপায় আবিদা সুলতানা আন্না (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার মল্লিকচক গ্রামের আলিমুল শেখের একমাত্র মেয়ে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তামান্না খাতুন (৬) নামের আরেক শিশু গুরুত্বর আহত হয়। সে একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। উন্নত চিকিৎসার জন্য আহত শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আন্না ও তামান্না রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ইউএনও নাজমুন নাহার, ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল আমিন, ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ক্লাস শেষ হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীরা স্কুল গেটে গিয়ে জড়ো হয়। এ সময় চাটমোহর থেকে ছেড়ে আসা বাঘাবাড়ীগামী তেলবাহী একটি লরি আন্না ও তামান্নাকে চাপা দেয়। এতে আন্নার মাথার মগজ বের হয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তামান্না গুরুত্বর আহত হয়।
স্থানীয় লোকজন তামান্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। তেলবাহী লরিটি থানা হেফাজতে রাখা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরক আটক করা যায়নি। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বাখ//এস