০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহজাদপুরে আ.লীগের সাবেক ২ এমপির বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

জহুরুল ইসলাম
শাহজাদপুর উপজেলার এক বালু ব্যবসায়ীর থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও তার বালুর পয়েন্ট দখলে নিয়ে ২ কোটি ২৩ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগে একটি মামলা হয়েছে।
শাহজাদপুর আমলী আদালতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৬৭- সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও তার ভাই সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামসহ ৫ আ.লীগ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বালু ব্যবসায়ী শাহাদাৎ হোসেন।
মামলার অন্যান্য আমাসীরা হলেন, সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার ছেলে সুমগ্ন করিম, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল হোসেন নয়ন ও  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ জুন বাদীর নিকট আ.লীগের সাবেক ২ এমপিসহ বিবাগীগণ ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় বাদীর বালুর পয়েন্টে থাকা ৯০ লাখ সেফটি বালু বিবাদীরা ৬ মাস ধরে বিক্রি করে সব মিলিয়ে বাদীর ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে উল্লেখ করেছেন বাদী শাহাদাৎ হোসেন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
১৩১ জন দেখেছেন

শাহজাদপুরে আ.লীগের সাবেক ২ এমপির বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

আপডেট : ০৬:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
শাহজাদপুর উপজেলার এক বালু ব্যবসায়ীর থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও তার বালুর পয়েন্ট দখলে নিয়ে ২ কোটি ২৩ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগে একটি মামলা হয়েছে।
শাহজাদপুর আমলী আদালতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৬৭- সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও তার ভাই সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামসহ ৫ আ.লীগ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বালু ব্যবসায়ী শাহাদাৎ হোসেন।
মামলার অন্যান্য আমাসীরা হলেন, সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার ছেলে সুমগ্ন করিম, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল হোসেন নয়ন ও  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ জুন বাদীর নিকট আ.লীগের সাবেক ২ এমপিসহ বিবাগীগণ ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় বাদীর বালুর পয়েন্টে থাকা ৯০ লাখ সেফটি বালু বিবাদীরা ৬ মাস ধরে বিক্রি করে সব মিলিয়ে বাদীর ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে উল্লেখ করেছেন বাদী শাহাদাৎ হোসেন।

বাখ//আর