বাঙ্গালহালিয়া অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
দীর্ঘ সাত বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া চালক কল্যাণ এসোসিয়েশন -২০২৪ খ্রি. এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ এর কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন চেয়ার প্রতীক নিয়ে ২৪২ ভোট পেয়ে আনিস তালুকদার নির্বাচিত হন। অপর দিকে লিটন দাশ দোয়াত কলম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগটনিক সম্পাদক সুমন সেন ফুটবল প্রতিকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বিজয় ধর প্রজাপতি প্রতিকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন প্রধান উপদেষ্টা শিমুল মেম্বার, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে ও বদিউল আলম। এ দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্প ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজামান সহ পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাঙ্গালহালিয়া অটোরিক্সা চালক কল্যাণ সমিতির এর সর্বমোট ৩০৯ ভোটারের মধ্যে ২৭৬ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।
বাখ//এস