০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে উত্তপ্ত আদালত প্রাঙ্গন : জিপির কক্ষে তালা

পটুয়াখালী জেলা প্রতিনিধি

আইন কর্মকর্তা নিয়োগে স্বৈরাচারী আওয়ামী সরকারের ঘনিষ্ঠদের নাম অর্ন্তভুক্ত করার প্রতিবাদে আজও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে পটুয়াখালীর আদালত প্রাঙ্গন। সকালে আইনজীবী সমিতি মিলনায়তন থেকে সাধারণ আইনজীবী সহ নতুন নিয়োগপ্রাপ্ত একাধিক আইনজীবী গতকাল প্রকাশিত তালিকার জিপি, ১ নং অতিরিক্ত পিপিসহ তালিকার ২৫ নং সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগে আপত্তি জানিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

সেখানে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মো: মহসিন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরীফ মো: সালাউদ্দিন। পরে আইনজীবীরা জেলা প্রশাসক ও জেলা ও দায়রা জজের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ দিকে গতকাল তালিকা প্রকাশ হওয়ার পরে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে জিপির কক্ষ তালাবদ্ধ করে দেন আজও সেই অবস্থায় রয়েছে।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, পটুয়াখালী জেলার বিভিন্ন আদালতে আইন কর্মকর্তা হিসেবে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠদের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে যা ন্যায়বিচারের প্রতি জনমনে সংশয় সৃষ্টি করেছে।এ ছাড়াও বলা হয়েছে নিয়োগপ্রাপ্তদের মধ্যে উচ্চপর্যায়ে নন প্রাকটিশনার এবং অপরাধমূলক কার্যক্রমে জড়িত ব্যাক্তিও রয়েছেন যার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগও রয়েছে, যা আদালতের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারীরা।

এছাড়াও তাদের মধ্যে একাধিকজন আওয়ামী লীগ নেতা বা আইনজীবী পরিষদের সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন বলে বিকল্প প্রার্থী হিসেবে কয়েকজন অআইনজীবীর নাম প্রস্তাব করেন। স্মারকলিপিতে প্রস্তাবিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো শরীফ মোঃ সালাহউদ্দীন (সরকারী কৌসুলি), আনোয়ার পারভেজ (অতিরিক্ত সরকারি কৌসুলি) এবং সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে মোঃ মাইনুল ইসলাম রুবেল, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আলাউদ্দিনসহ আরও কয়েকজন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
৮৬ জন দেখেছেন

পটুয়াখালীতে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে উত্তপ্ত আদালত প্রাঙ্গন : জিপির কক্ষে তালা

আপডেট : ০৪:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

আইন কর্মকর্তা নিয়োগে স্বৈরাচারী আওয়ামী সরকারের ঘনিষ্ঠদের নাম অর্ন্তভুক্ত করার প্রতিবাদে আজও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে পটুয়াখালীর আদালত প্রাঙ্গন। সকালে আইনজীবী সমিতি মিলনায়তন থেকে সাধারণ আইনজীবী সহ নতুন নিয়োগপ্রাপ্ত একাধিক আইনজীবী গতকাল প্রকাশিত তালিকার জিপি, ১ নং অতিরিক্ত পিপিসহ তালিকার ২৫ নং সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগে আপত্তি জানিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

সেখানে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মো: মহসিন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরীফ মো: সালাউদ্দিন। পরে আইনজীবীরা জেলা প্রশাসক ও জেলা ও দায়রা জজের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ দিকে গতকাল তালিকা প্রকাশ হওয়ার পরে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে জিপির কক্ষ তালাবদ্ধ করে দেন আজও সেই অবস্থায় রয়েছে।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, পটুয়াখালী জেলার বিভিন্ন আদালতে আইন কর্মকর্তা হিসেবে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠদের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে যা ন্যায়বিচারের প্রতি জনমনে সংশয় সৃষ্টি করেছে।এ ছাড়াও বলা হয়েছে নিয়োগপ্রাপ্তদের মধ্যে উচ্চপর্যায়ে নন প্রাকটিশনার এবং অপরাধমূলক কার্যক্রমে জড়িত ব্যাক্তিও রয়েছেন যার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগও রয়েছে, যা আদালতের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারীরা।

এছাড়াও তাদের মধ্যে একাধিকজন আওয়ামী লীগ নেতা বা আইনজীবী পরিষদের সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন বলে বিকল্প প্রার্থী হিসেবে কয়েকজন অআইনজীবীর নাম প্রস্তাব করেন। স্মারকলিপিতে প্রস্তাবিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো শরীফ মোঃ সালাহউদ্দীন (সরকারী কৌসুলি), আনোয়ার পারভেজ (অতিরিক্ত সরকারি কৌসুলি) এবং সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে মোঃ মাইনুল ইসলাম রুবেল, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আলাউদ্দিনসহ আরও কয়েকজন।

বাখ//আর