নবম পে-স্কেল ঘোষনাসহ ৯ দফা দাবীতে
দিনাজপুরে সরকারি গাড়ি চালকদের মতবিনিময় ও প্রচারনা কর্মসূচী
নবম পে-স্কেল ঘোষনাসহ ৯ দফা দাবীতে বাংলাদেশ সরকারি গাড়ি চালকদের কেন্দ্রীয় কর্মসুচী সফল করার লক্ষ্যে দিনাজপুরে সরকারী গাড়ি চালকগণ মতবিনিময় ও পোস্টারিং প্রচারনা কর্মসূচী পালন করেছে।
আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সরকারী গাড়ি চালক কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখা কার্যালয়ের সামনে মতবিনিময় ও পোষ্টারিংয়ের মাধ্যমে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন সফল করার লক্ষ্যে এ কর্মসূচী পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (বাবু) সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
মতবিনিময় ও পোস্টারিংয়ের কর্মসূচী পরিচালনা কার্যক্রমে নেতৃবৃন্দ বলেন, আমরা বাংলাদেশ সরকারী গাড়ি চালকগণ আমাদের দাবীসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সোচ্চার রয়েছি। তারই ধারাবাহিকতায় বৈষম্যমুক্ত নবম পে-স্কেলসহ ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ সরকারী গাড়ি চালক সমিতির ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সকল দপ্তরের সরকারী গাড়ি চালকগণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন কর্মসুচী সফল করার আহবান করছি।
বাখ//এস