ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৯
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক পৃথকভাবে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজলার বেজগাঁও বাস স্ট্যান্ডে মাওয়াগামী কাভার্ড ভ্যান ও মাছ বােঝাই পিকআপের সংঘর্ষে ৩ জন আহত হয়।
অপরদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার এক্সপ্রেসওয়ের দােগাছি এলাকায় সােহাগ পরিবহণের যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে উভয় গাড়ির চালকসহ অন্তত ৬ জন আহত হন।
আহতরা হলেন নড়াইলের আমান উল্লাহ্ (৩২), যশােরের অভয়নগর এলাকার হাসান (৩৫), ইমরান হাসন (৩৫), মাগুড়ার সােহাগ (২৪), আসাদুজ্জামান (২৩), খুলনার আরাফাত (৩৫), হাসিব আলী (২৬), যশােরের হারুন অর রশিদ (৪০), মানিক (১৯)।
ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধারের পরে এ্যাম্বুলেন্সে করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ জানায়, সড়ক থেকে গাড়ি সরানা হয়। যান চলাচল স্বাভাবিক আছে।
বাখ//এস