দিনাজপুরে বিসিআরসির উদ্যোগে স্তন ক্যান্সার প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি)র উদ্যোগে এবং পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর সৌজন্যে দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর মঙ্গলবার গ্রীন সুপার মার্কেট (২য় তলা) গণেশতলায় এই সেমিনান অনুষ্ঠিত হয়।
দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জাহেদুল আলম শাহ্ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসি দিনাজপুর শাখার সভাপতি ডাঃ হাফিজুর ইসলাম। মেয়েদের জরায়ু মুখে ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক এবং প্রতিকারমূলক বক্তব্য রাখেন ঢাকা হতে আগত সহকারী অধ্যাপক ডাঃ সরমিন সুমি, ডাঃ মোঃ মহিবুর রহমান নীরব, ডাঃ মাস্তরা বেগম, ডাঃ রইচ উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ম্যানেজার রেজাউর রহমান রেজা। বিসিআরসি দিনাজপুর শাখার কোষাধ্যক্ষ মোঃ জামিরুল ইসলাম জুয়েল ও অনুপনা পান্ডের সঞ্চালনায় বক্তরা বলেন, যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আজ আমরা সভ্যতার দিকে ধাবমান সেই মা জাতি আজ চরম সংকটের মধ্যে। আজও দেশে প্রতি বছর জরায়ূ ক্যান্সারে ৫ হাজার মা-বোন মারা যায়। আমাদের দেশে বর্তমানে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বেশি হচ্ছে। চিকিৎসার পূর্বেই প্রতিটি মেয়েদের সচেতন হতে হবে এ রোগ থেকে। এই ক্যান্সারের উল্লেখযোগ্য কারণ হলো বাল্য বিবাহ। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে বিসিআরসি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছে যাতে নিজেরা সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন।
উল্লেখ্য যে, প্রতি সোমবার সন্ধ্যা ৭ টায় গ্রীন সুপার মার্কেট (২য় তলা) গণেশতলাস্ত বিসিআরসি কার্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসদের দ্বারা টিউমার ও ক্যান্সার রোগ নির্ণয়, কেমোথেরাপি ও রেডিওথেরাপি পরামর্শ, ক্যান্সার স্ত্রিনিং ও কাউন্সেলিং, ক্যান্সার রোগীর ব্যাথা নিরাময় এবং অন্যান্য সহায়ক সেবা (বেস্ট সাপোর্টিভ কেয়ার) ও ক্যান্সার রোগীর ফলোআপ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মনোয়ারুল হক মার্শাল, দীলিপ সাহা, সমর চক্রবর্তী, আদনান জুলফিকার করিম, সৈয়দ হাসানুজ্জামান। সেমিনারে কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
বাখ//এস