বদলগাছীতে বসতবাড়ী লিখে নিতে শশুরকে কুপিয়ে হত্যা : আটক ২
নওগাঁর বদলগাছীতে বসত বাড়ী লিখে নিতে শশুরকে পিটিয়ে হত্যা করেছে জামাই ও মেয়ে। জানা যায় গত ১০ নভেম্বর উপজেলার সদর ইউপির গোরশাহী জাইজাতা গ্রামের মৃত কায়েম উদ্দীনের ছেলে আব্দুস সালাম ও তার স্ত্রী আঙ্গুর বেগম ঘটনা টি ঘটিয়েছে।
উক্ত গ্রামের আবুল হোসেন টুরু(৮০) কে তার জামাই আব্দুস সালাম ও মেয়ে আঙ্গুর বেগম মিলে মাঝে মধ্যেই টুরুকে বসত বাড়ী লিখে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করত। নির্যাতনের শিকার হয়ে ৪দিন আগে আবুল হোসেন টুরু বদলগাছী থানায় মেয়ে আঙ্গুর ও জামাই সালামের নামে অভিযোগ দাখিল করে।
অভিযোগের খবর পেয়ে গত ১০নভেম্বর রবিবার বিকালে সয়ন ঘরে বাঁসের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এসময় টুরুর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে মারপিট বন্ধ করে।
প্রতিবেশীরা বলেন টুরুর নামে বসত বাড়ী ৬কাটা জমি আছে এবং টুরুর একটা স্বৎত ছেলে রয়েছে তাকে বঞ্চিত করার লক্ষ্যে ঘটনাটি ঘটে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী বলেন খবর পেয়ে সাথে সাথেই ঘটনার স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের শরীরে বিভিন্নি স্থানে মারপিটের চিহ্ন রয়েছে।
এব্যপারে আবুল হোসেন টুরুর ছেলে বাবু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার আসামী আব্দুস সালাম ও তার স্ত্রী আঙ্গুর কে গ্রেফতার করা হয়েছে। লাশ পোস্ট মেডাম জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাখ//আর