বিএনপির দলীয় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়
উল্লাপাড়ায় সাবেক ২ এমপিসহ আ’লীগের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ২ সাবেক এমপি সহ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী ও অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা দায়ের করা হয়েছে। গত ৯ নভেম্বর রাতে পৌরসভার ঝিকিড়া মহল্লার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিগত ২০১৮ সালের ১৭ মে তারিখে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় আ’লীগ দলীয় নেতা-কর্মীরা। এ সময় প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, আওয়ামী লীগের সাবেক এমপি তানভীর ইমাম, মোঃ শফিকুল ইসলাম শফি, সাবেক মেয়র এস এম নজরুল ইসলাম, আ’লীগ নেতা গোলাম মোস্তফা, মাহবুব সরোয়ার বকুল, হাফিজুর রহমান, আরিফুল ইসলাম উজ্জ্বল, মনিরুজ্জামান পান্না, শাহাদাৎ হোসেন জিকো, ওবাইদুর রহমান জুয়েল শাহ আলম সরকার, তোফায়েল ইসলাম বকুল, মোবারক হোসেন, আদর, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন, জহুরুল ইসলাম নান্নু, রেজাউল ইসলাম তপন সহ ১৯ নেতা-কর্মী ও অজ্ঞাত দেড়শ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুল হালিম জানান, গত ২০১৮ সালের ১৭ মে তারিখে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আ’লীগের দলীয় এক থেকে দেড়শ নেতা-কর্মী বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া পূর্ব পরিকল্পিতভাবে হাতে দেশীয় ছুরি, রামদা, ককটেল সহ আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার ভাবে প্রবেশ করে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ সহ ৮/৯ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় জনমনে আতংক সৃষ্টি করে দলীয় কার্যালয়ের আসবাব এবং রক্ষিত মালামাল লুটপাট করে প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষতি সাধন করে মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে দেড়শ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হরেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
বাখ//আর