০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে সাবেক মাদ্রাসা সুপার নিখোঁজ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান উপজেলার চিকদাইর ইউপির হযরত নেয়াজ গাজি শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার হাফেজ মাওলানা আবু তাহের শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন।

তার স্বজনরা জানান শনিবার রাত ১ টার সময় ঘর থেকে বের হয়ে এখনো বাড়ীতে ফিরেনি তিনি। সব জায়গাতে খোঁজ নেয়ার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে পরিবারে চলছে দুর্চিন্তা। তিনি হাফেজে কোরআন ও ২০০১ সালে গহিরা আলিয়া থেকে কামিল পাশ করেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ তার খোঁজ পেয়ে থাকলে নিছের নাম্বারে যোগাযোগ করে সহযোগিতার। নাম্বার 01812515910 -01817794675 ।

বাখ//এস

 

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:০৩:১২ অপরাহ্ন, রোববার, ১০ নভেম্বর ২০২৪
২৩২ জন দেখেছেন

রাউজানে সাবেক মাদ্রাসা সুপার নিখোঁজ

আপডেট : ০৬:০৩:১২ অপরাহ্ন, রোববার, ১০ নভেম্বর ২০২৪

রাউজান উপজেলার চিকদাইর ইউপির হযরত নেয়াজ গাজি শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার হাফেজ মাওলানা আবু তাহের শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন।

তার স্বজনরা জানান শনিবার রাত ১ টার সময় ঘর থেকে বের হয়ে এখনো বাড়ীতে ফিরেনি তিনি। সব জায়গাতে খোঁজ নেয়ার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে পরিবারে চলছে দুর্চিন্তা। তিনি হাফেজে কোরআন ও ২০০১ সালে গহিরা আলিয়া থেকে কামিল পাশ করেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ তার খোঁজ পেয়ে থাকলে নিছের নাম্বারে যোগাযোগ করে সহযোগিতার। নাম্বার 01812515910 -01817794675 ।

বাখ//এস