ধর্মপুরে জামায়াতের উর্ধতন নেতৃবৃন্দের সমাগমে অনুষ্ঠিত হলো এক প্রীতি মিনি ক্রিকেট ম্যাচ
এসো এই আঙিনায় মুক্তির মোহনায় এই স্লোগানে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্বচ্ছ সংস্কৃতি দিকে এগিয়ে যেতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় এই মিনি ক্রিকেট ম্যাচটি। পহেলা নভেম্বর শুক্রবার বিকেলে ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবায় খাড়েরা ইউনিয়ন এর ধর্মপুরে শত শত দর্শক সমাগমের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়।
এ খেলাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাক্ষণবাড়িয়া জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাড়েরা ইউনিয়ন এর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর কসবা উপজেলা সেক্রেটারী মাওলানা শিবলী নোমানি, কসবা উপজেলা যুব কমিটির সভাপতি মাসুদুর রহমান জাইদি, ব্রাক্ষণবাড়িয়া জেলা শিবিরের সাবেক সভাপতি গোলাম সারুয়ারসহ আরো বিশিষ্ট জনরা।
জামায়াতে ইসলামীর ধর্মপুর উপশাখার সভাপতি রমিজ উদ্দিন, ওমান আল সুইক এর সেক্রেটারী সালাহউদ্দিন পরশ, খাড়েরা ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব কমিটির সভাপতি হাবিব পাঠান এর তত্ত্বাবধানে খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপুরের বিদেশে অবস্থানরত সকল কর্মী ও সমর্থকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক গণ।
বাখ//এস