ঝিকরগাছার পল্লীতে স্বর্ণের চেন নিয়ে লাপাত্তা ২ যুবক
যশোরের ঝিকরগাছার পল্লীতে মেয়ে দেখতে আসার নাম করে বাড়িতে ঢুকে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেন নিয়ে লাপাত্তা হয়েছে অপরিচিত ২ যুবক। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে উপজেলার পানিসারা গ্রামে। এ ঘটনায় পানিসারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোমিনুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা ২ যুবকের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, এদিন সকাল ৯ টার দিকে অভিযোগকারির বোন নার্গিস বেগমের বাড়ীতে অজ্ঞাত দুই ব্যক্তি মেয়ে দেখার নাম করে প্রবেশ করে। পরবর্তীতে ওই বাড়িতে থাকা অবস্থায় প্রতিবেশি রবিউল ইসলামের মেয়ে তামান্নাকে দেখে এবং নাস্তা করে। পরবর্তীতে এদিন দুপুরে টিকটক করার জন্য তার বোনের গলাই থাকা প্রায় দেড়লাখ টাকা মূল্যের স্বর্ণের চেনটি শিশুপুত্র মুস্তাকিন (৪) এর গলায় দিতে বলে।
সরল বিশ্বাসে বোন চেনটি খুলে ভাগ্নের গলায় পরিয়ে দেয়। এর কিছুক্ষন পর অভিযোগকারির বোন সংসারিক কাজে ব্যস্ত থাকার এক পর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা স্বর্ণের চেনটি খুলে নিয়ে লাপাত্তা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে তাদের আর খোঁজ মেলেনি। তবে বাড়ির পাশের উজ্জল ক্লথ স্টোরের সিসি ক্যামেরায় লুঙ্গি কেনার একটি ভিডিওতে প্রতারক চক্রকে দেখা গেছে বলে জানাগেছে। বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানার এস আই মোশারেফ হোসেন জানিয়েছেন।
বাখ//এস