শাহজাদপুর উপজেলার বিভিন্ন মহাসড়কে তাল বীজ এর চারা রোপণ করলেন ইউএনও কামরুজ্জামান
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে, শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ও সড়কের ধারে তাল বীজ রোপণ করে যাচ্ছেন সমাজকর্মী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ। গত শনিবার শাহজাদপুর উপজেলার নলুয়া বটতলা হতে জুগ্নীদহ বকুলতলা সড়কে তালবীজ রোপণের শুভ উদ্ভোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, উপসহকারী কৃষি অফিসার মোঃ মানিক, জুগ্নীদহ গ্রামের কৃতি সন্তান নিরাপদ এগ্রোর পরিচালক মোঃ মেহেদী হাসান সোহেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক সমাজ কর্মী আব্দুল্লাহ আল মাহমুদ গত পাঁচ বছর ধরে শাহজাদপুরের বিভিন্ন রাস্তা ও মহাসড়কের ধারে তালবীজ রোপণ করছেন, যা এখন শাহজাদপুরের বিভিন্ন রাস্তায় দৃশ্যমান। তাঁর রোপণ করা গত পাঁচ বছরের কয়েক হাজার গাছ সড়কের ধারে মাথা উঁচু দাঁড়িয়েছে।
তিনি এই বছরে ১৮ হাজার তালবীজ রোপণ করবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাল বীজ খুবই গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে। তিনি আরো বলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের এই মহৎ কাজের সাথে উপজেলা প্রসাশন সার্বিক সহযোগিতা করবে। এ সময় শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিদুল ইসলাম বলেন আমরা উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করবো।
বাখ//এস