রাজারহাটে ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগে সদ্য নিষিদ্ধ ছাত্রলীগের অজ্ঞাতনামা সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা
ঘটনার আড়াই মাস পর রাজারহাট উপজেলা ছাত্রদল নেতার উপর হামলা ও মারপিটের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা সহ ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার আসামিরা সকলেই সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট উপজেলা সদরের সিন্দুরমতি-রাজারহাট হাসপাতাল সড়কে কিসামত পূর্ণ:কর ভাটার পাড় নামক স্থানে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম ও তার সঙ্গী মোন্নাফ আলী এবং রুবেল হোসেন এর উপর রাজারহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত খানের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ১০০/১৫০জন সন্ত্রাসী অর্তকিত হামলা চালায়।
এ সময় তাদের হামলায় সাদ্দামের ডান হাতের কব্জি গুরুতর রক্তাক্ত কাটা জখম, ডান পায়ের হিফ জয়েন্ট খুলে যাওয়া এবং বাম পায়ের পাতার উপরি ভাগে হাড় ভাঙ্গা জখম হয়। এছাড়া সাদ্দামের সঙ্গীয় মোন্নাফ আলী ও রুবেল হোসেনকে এলোপাথাড়ী মারপিট করে বুক-পিঠ, কোমর, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম হয়।
এঘটনায় শুক্রবার মিজানুর রহমান সাদ্দাম বাদী হয়ে রাজারহাট থানায় ২৭জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরমধ্যে পুলিশ ঘটনার রাতেই মামলার ২৬ নম্বর আসামি সাজ্জাদ হোসেন সানিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বাখ//এস