ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করবে আ.লীগ : কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ৪৩৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এ বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করে রাখার হুমকি দেন। তারা বলেন, ভোট ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই।

১০ ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম জিয়ার কথায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতারা বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছাড়বে না বরং বিএনপিকেই সেদিন গৃহবন্দি করবে আওয়ামী লীগ। ভোট ছাড়া অন্যভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে।

ডিসেম্বর থেকে পতাকা হাতে রাজপথে থাকার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, কেউ যদি অন্ধকারের চোরাপথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন সেটি হবে দিবা স্বপ্ন।

নিউজটি শেয়ার করুন

১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করবে আ.লীগ : কাদের

আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এ বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করে রাখার হুমকি দেন। তারা বলেন, ভোট ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই।

১০ ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম জিয়ার কথায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতারা বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছাড়বে না বরং বিএনপিকেই সেদিন গৃহবন্দি করবে আওয়ামী লীগ। ভোট ছাড়া অন্যভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে।

ডিসেম্বর থেকে পতাকা হাতে রাজপথে থাকার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, কেউ যদি অন্ধকারের চোরাপথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন সেটি হবে দিবা স্বপ্ন।