ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামাসের অভিযানে রাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • / ৪২২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্বাধীনতাকামী হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

শনিবার (১৫ জুন) তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানায়, রাফার পশ্চিমাংশের আল-সুলতান এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে।

ইসরায়েলি ট্যাংকগুলো তেল আল-সুলতান এলাকায় অগ্রসর হয়ে উপকূলীয় এলাকা লক্ষ্য করে গোলা ছুড়েছে। ইতোমধ্যেই কয়েকবার বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ফিলিস্তিনি ওই উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়ে আছে। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। শনিবার ইসরায়েলি বর্বরতার অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এদের মধ্যে অন্তত ৩০ জন গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন।

গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতোমধ্যেই আট মাসেরও বেশি পার হয়ে গেছে। একটি যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূর মনে হচ্ছে। একদিকে আলোচনা চললেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই। সূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

হামাসের অভিযানে রাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় : ০১:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্বাধীনতাকামী হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

শনিবার (১৫ জুন) তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানায়, রাফার পশ্চিমাংশের আল-সুলতান এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে।

ইসরায়েলি ট্যাংকগুলো তেল আল-সুলতান এলাকায় অগ্রসর হয়ে উপকূলীয় এলাকা লক্ষ্য করে গোলা ছুড়েছে। ইতোমধ্যেই কয়েকবার বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ফিলিস্তিনি ওই উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়ে আছে। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। শনিবার ইসরায়েলি বর্বরতার অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এদের মধ্যে অন্তত ৩০ জন গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন।

গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতোমধ্যেই আট মাসেরও বেশি পার হয়ে গেছে। একটি যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূর মনে হচ্ছে। একদিকে আলোচনা চললেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই। সূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরায়েল।