ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সৌদিতে তাপপ্রবাহে হজযাত্রীর মৃত্যু বেড়ে ১০৮১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • / ৪২০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে তীব্র তাপপ্রবাহে এখন পর্যন্ত ১০ দেশের ১ হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যু। এর মধ্যে সবচেয়ে বেশি মিসরের হজযাত্রী। আর এই হাজিদের অর্ধেকের বেশিই ছিলেন অনিবন্ধিত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বৃহস্পতিবার মিসরের নতুন করে ৫৮ হাজির মৃত্যুর তথ্য পাওয়া যায়। একজন আরব কূটনীতিকের দেওয়া তথ্য অনুযায়ী, হজে মারা যাওয়া ৬৫৮ মিসরীয়র মধ্যে ৬৩০ জনই ছিলেন অনিবন্ধিত।

এছাড়া ইন্দোনেশিয়ার অন্তত ১৮৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে। মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলও তাদের হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অনেক ক্ষেত্রেই কর্তৃপক্ষ কারণ উল্লেখ করেনি।

এর আগে গত রবিবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, তাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ২৭০০ হাজযাত্রী।

এ বছর হজের সময় সৌদি আরবে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যায়। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে তাপপ্রবাহে হজযাত্রীর মৃত্যু বেড়ে ১০৮১

আপডেট সময় : ০৩:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

সৌদি আরবে তীব্র তাপপ্রবাহে এখন পর্যন্ত ১০ দেশের ১ হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যু। এর মধ্যে সবচেয়ে বেশি মিসরের হজযাত্রী। আর এই হাজিদের অর্ধেকের বেশিই ছিলেন অনিবন্ধিত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বৃহস্পতিবার মিসরের নতুন করে ৫৮ হাজির মৃত্যুর তথ্য পাওয়া যায়। একজন আরব কূটনীতিকের দেওয়া তথ্য অনুযায়ী, হজে মারা যাওয়া ৬৫৮ মিসরীয়র মধ্যে ৬৩০ জনই ছিলেন অনিবন্ধিত।

এছাড়া ইন্দোনেশিয়ার অন্তত ১৮৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে। মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলও তাদের হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অনেক ক্ষেত্রেই কর্তৃপক্ষ কারণ উল্লেখ করেনি।

এর আগে গত রবিবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, তাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ২৭০০ হাজযাত্রী।

এ বছর হজের সময় সৌদি আরবে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যায়। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।