ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ৪১৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে মাত্র ৬৫ বলেই ম্যাচ জিতে নেয় তারা। ৯ উইকেটের জয়ের ম্যাচে ৩৯ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের হোপ। বড় এই জয়ে সেমির আশা বেঁচে রইলো ক্যারিবীয়দের।

রান তাড়া করতে নেমে ১০ ওভার ৫ বলেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। নেট রান রেট এগিয়ে রাখার সুযোগ ছিল তাদের সামনে। আর সেটিই কাজে লাগিয়েছে উইন্ডিজের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে ৬৭ রান করে ক্যারিবীয়রা। ১৪ বল খেলা ১৫ রান করা জনসন চার্লস হারম্রিত সিংয়ের বলে ক্যাচ তুলে দেন। তবে আরেকপ্রান্তে ঠিকই ঝড় তোলেন শাই হোপ। ৪ চার ও ৮ ছক্কায় ৩৯ বলে ৮২ রান করেন তিনি। তার সঙ্গী হয়ে তিনে আসা নিকোলাস পুরানও ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন।

এর আগে, টসে জিতে যুক্তরাষ্ট্রকে বোলিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান স্টিভেন টেলর। শুরুর ধাক্কা দারুণভাবে সামাল দেন অ্যান্ড্রিস গাউস ও নীতিশ কুমার। এই দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪৮ রান জমা করে যুক্তরাষ্ট্র।

১৯ বলে ২০ রান করা নীতিশ আউট হতেই ব্যাটিং বিপর্যয় শুরু হয় যুক্তরাষ্ট্রের। এরপর ১৬ বলে ২৯ রান করা গাউসকে ফিরিয়ে সবচেয়ে বড় শিকারটা তুলে নেন আলজারি জোসেফ। এর ৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্সও।শেষ পর্যন্ত দলের বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে এক বল বাকি থাকতেই ১২৮ রানে অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নেন রাসেল ও চেজ। এছাড়া জোসেফ পেয়েছেন দুই উইকেট।

নিউজটি শেয়ার করুন

সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে মাত্র ৬৫ বলেই ম্যাচ জিতে নেয় তারা। ৯ উইকেটের জয়ের ম্যাচে ৩৯ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের হোপ। বড় এই জয়ে সেমির আশা বেঁচে রইলো ক্যারিবীয়দের।

রান তাড়া করতে নেমে ১০ ওভার ৫ বলেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। নেট রান রেট এগিয়ে রাখার সুযোগ ছিল তাদের সামনে। আর সেটিই কাজে লাগিয়েছে উইন্ডিজের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে ৬৭ রান করে ক্যারিবীয়রা। ১৪ বল খেলা ১৫ রান করা জনসন চার্লস হারম্রিত সিংয়ের বলে ক্যাচ তুলে দেন। তবে আরেকপ্রান্তে ঠিকই ঝড় তোলেন শাই হোপ। ৪ চার ও ৮ ছক্কায় ৩৯ বলে ৮২ রান করেন তিনি। তার সঙ্গী হয়ে তিনে আসা নিকোলাস পুরানও ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন।

এর আগে, টসে জিতে যুক্তরাষ্ট্রকে বোলিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান স্টিভেন টেলর। শুরুর ধাক্কা দারুণভাবে সামাল দেন অ্যান্ড্রিস গাউস ও নীতিশ কুমার। এই দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪৮ রান জমা করে যুক্তরাষ্ট্র।

১৯ বলে ২০ রান করা নীতিশ আউট হতেই ব্যাটিং বিপর্যয় শুরু হয় যুক্তরাষ্ট্রের। এরপর ১৬ বলে ২৯ রান করা গাউসকে ফিরিয়ে সবচেয়ে বড় শিকারটা তুলে নেন আলজারি জোসেফ। এর ৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্সও।শেষ পর্যন্ত দলের বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে এক বল বাকি থাকতেই ১২৮ রানে অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নেন রাসেল ও চেজ। এছাড়া জোসেফ পেয়েছেন দুই উইকেট।