ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিঙ্গাপুরে হকিতে বাংলাদেশের মেয়েদের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / ৪১৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিঙ্গাপুরে যুব হকি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হকি দল। দলের হয়ে জোড় গোল করেছেন অর্পিতা । এছাড়া একটি করে গোল করেছেন নাদিরা, ফাতেমা ও কনা।

শনিবার ম্যাচ শুরুর দিকে ইমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল করেন অর্পিতা-ফাতেমা-কনা। মাঝে থাইল্যান্ড চার গোল করে স্কোর লাইন ৪-৪ সমতায় নিয়ে আসে। ৫৬ মিনিটে জয়সূচক পঞ্চম গোল করে প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে উৎসব করে বাংলাদেশ।

খেলার প্রথম কোয়ার্টার থেকে থাইল্যান্ডের উপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টার বাংলাদেশ জয় পায় ৩-১ ব্যবধানে। তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় থাইল্যান্ড। ৩-৩ গোলে সমতায় থেকে বিরতি যায় দুই দল।

তৃতীয় কোয়ার্টারে দুই দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ে জমে উঠে ম্যাচ। ৪-৪ গোলে সমতায় থেকে তৃতীয় কোয়ার্টার শেষ করে দুই দল। তবে শেষ কোয়ার্টারে কনা আক্তারের অসাধারণ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু ম্যাচ শেষে বলেছেন, ‘থাইল্যান্ড দল নিয়মিত অনুশীলন ও খেলার মধ্যে থাকে। তাদের হারানো বড় অর্জন। আমরা দেড় মাস অনুশীলন করেছি। কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। তবে খেলায় তা অনুভব হয়নি। আজ প্রথম ম্যাচ খেলতে নেমেই মেয়েরা জয় পেয়ে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে।’

আগামীকাল দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে তিনমাস পর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলতে পারবে।

নিউজটি শেয়ার করুন

সিঙ্গাপুরে হকিতে বাংলাদেশের মেয়েদের জয়

আপডেট সময় : ০৪:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

সিঙ্গাপুরে যুব হকি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হকি দল। দলের হয়ে জোড় গোল করেছেন অর্পিতা । এছাড়া একটি করে গোল করেছেন নাদিরা, ফাতেমা ও কনা।

শনিবার ম্যাচ শুরুর দিকে ইমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল করেন অর্পিতা-ফাতেমা-কনা। মাঝে থাইল্যান্ড চার গোল করে স্কোর লাইন ৪-৪ সমতায় নিয়ে আসে। ৫৬ মিনিটে জয়সূচক পঞ্চম গোল করে প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে উৎসব করে বাংলাদেশ।

খেলার প্রথম কোয়ার্টার থেকে থাইল্যান্ডের উপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টার বাংলাদেশ জয় পায় ৩-১ ব্যবধানে। তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় থাইল্যান্ড। ৩-৩ গোলে সমতায় থেকে বিরতি যায় দুই দল।

তৃতীয় কোয়ার্টারে দুই দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ে জমে উঠে ম্যাচ। ৪-৪ গোলে সমতায় থেকে তৃতীয় কোয়ার্টার শেষ করে দুই দল। তবে শেষ কোয়ার্টারে কনা আক্তারের অসাধারণ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু ম্যাচ শেষে বলেছেন, ‘থাইল্যান্ড দল নিয়মিত অনুশীলন ও খেলার মধ্যে থাকে। তাদের হারানো বড় অর্জন। আমরা দেড় মাস অনুশীলন করেছি। কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। তবে খেলায় তা অনুভব হয়নি। আজ প্রথম ম্যাচ খেলতে নেমেই মেয়েরা জয় পেয়ে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে।’

আগামীকাল দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে তিনমাস পর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলতে পারবে।