ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাঁথিয়ায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিলের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি:

পাবনার  সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর মনিরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন দুই অবিভাবক।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রনজনা খাতুনের পিতা আব্দুর রহমান ও সপ্তম শ্রেণির ছাত্র জিসান এর পিতা আব্দুল আলিম সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর এ আবেদন করেন। আবেদনে তারা উল্লেখ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ অবিভাবকদের অবগত না করেই ২২শে মার্চ ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করে।

তারা বলেন, ভোটার তালিকা প্রণয়ন,  মনোনয়ন ফরম বিতরণ, মনোনয়ন ফরম জমাদান, মনোনয়ন ফরম যাচাই-বাছাই) কার্যক্রম শেষে  আমরা নির্বাচনের কথা জানতে পারি যা মোটেও কাম্য নয়। তাই এই নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা। সেই সাথে বিদ্যালয় পরিচালনা ও পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে নতুন এডহক কমিটি গঠনের দাবি জানান তারা।

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছিল। হঠাৎ বৃহস্পতিবার দুইজন অবিভাবক নির্বাচন বাতিলের আবেদন করেছেন। আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জানতে চেয়েছি, আগামীকালের মধ্যে এ বিষয়ে জানাতে পারবো।

বা/খ: এসআর।

 

নিউজটি শেয়ার করুন

সাঁথিয়ায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিলের দাবি

আপডেট সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

বিশেষ প্রতিনিধি:

পাবনার  সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর মনিরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন দুই অবিভাবক।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রনজনা খাতুনের পিতা আব্দুর রহমান ও সপ্তম শ্রেণির ছাত্র জিসান এর পিতা আব্দুল আলিম সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর এ আবেদন করেন। আবেদনে তারা উল্লেখ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ অবিভাবকদের অবগত না করেই ২২শে মার্চ ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করে।

তারা বলেন, ভোটার তালিকা প্রণয়ন,  মনোনয়ন ফরম বিতরণ, মনোনয়ন ফরম জমাদান, মনোনয়ন ফরম যাচাই-বাছাই) কার্যক্রম শেষে  আমরা নির্বাচনের কথা জানতে পারি যা মোটেও কাম্য নয়। তাই এই নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা। সেই সাথে বিদ্যালয় পরিচালনা ও পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে নতুন এডহক কমিটি গঠনের দাবি জানান তারা।

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছিল। হঠাৎ বৃহস্পতিবার দুইজন অবিভাবক নির্বাচন বাতিলের আবেদন করেছেন। আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জানতে চেয়েছি, আগামীকালের মধ্যে এ বিষয়ে জানাতে পারবো।

বা/খ: এসআর।