ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৪৪৬ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের বিজয় নিশ্চিত করার জন্য। এই সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাম্প্রতিককালে দলের বিভিন্ন কর্মসূচিতে নিহত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কথা বলেন তিনি।

সরকারবিরোধী আন্দোলনে বিএনপি দেশের জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের কথা বলে বিরোধীদের সমাবেশে বাধা দিচ্ছে সরকার, সমাবেশে বাধা দিয়ে লাভ নেই, মানুষের অন্তরে ঘৃণা এসে গেছে। যার যা শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের করা নির্বাচন কমিশনের কথা তাদের ডিসি-এসপিরা শোনেন না, নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ সরকারের পক্ষে করা সম্ভব নয়।

ফখরুল বলেন, কোন দেশ তৈরি করেছি, কথা বলতে দেয় না, ন্যায্য দাবি চাইতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। উন্নয়নের কথা বলে সরকার ঢাকঢোল পেটাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য গণবিরোধী শক্তি দেশ শাসন করছে। আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, বলতে হবে এ সরকারকে আমরা চাই না।

মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দানব সরকারকে হঠাতে সর্বশক্তি নিয়োগ করতে হবে। ন্যায় বিচারের কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চায় বিএনপি। আর নয় এখন সময় এসেছে সব শক্তি দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে। সরকার আজ ক্ষমতা আগলে রাখতে নগ্নভাবে নেমেছে। সমাবেশে বাধা দিয়ে জনসমাগম কম করতে চেষ্টা চালাচ্ছে সরকার।

ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে ফখরুল বলেন, যারা মানুষ হত্যা করে, গুম করে, লুটপাট করে তাদের পাশে জনগণ নেই এখন বলার সময় এসেছে।

নিউজটি শেয়ার করুন

সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না: ফখরুল

আপডেট সময় : ০২:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের বিজয় নিশ্চিত করার জন্য। এই সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাম্প্রতিককালে দলের বিভিন্ন কর্মসূচিতে নিহত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কথা বলেন তিনি।

সরকারবিরোধী আন্দোলনে বিএনপি দেশের জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের কথা বলে বিরোধীদের সমাবেশে বাধা দিচ্ছে সরকার, সমাবেশে বাধা দিয়ে লাভ নেই, মানুষের অন্তরে ঘৃণা এসে গেছে। যার যা শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের করা নির্বাচন কমিশনের কথা তাদের ডিসি-এসপিরা শোনেন না, নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ সরকারের পক্ষে করা সম্ভব নয়।

ফখরুল বলেন, কোন দেশ তৈরি করেছি, কথা বলতে দেয় না, ন্যায্য দাবি চাইতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। উন্নয়নের কথা বলে সরকার ঢাকঢোল পেটাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য গণবিরোধী শক্তি দেশ শাসন করছে। আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, বলতে হবে এ সরকারকে আমরা চাই না।

মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দানব সরকারকে হঠাতে সর্বশক্তি নিয়োগ করতে হবে। ন্যায় বিচারের কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চায় বিএনপি। আর নয় এখন সময় এসেছে সব শক্তি দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে। সরকার আজ ক্ষমতা আগলে রাখতে নগ্নভাবে নেমেছে। সমাবেশে বাধা দিয়ে জনসমাগম কম করতে চেষ্টা চালাচ্ছে সরকার।

ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে ফখরুল বলেন, যারা মানুষ হত্যা করে, গুম করে, লুটপাট করে তাদের পাশে জনগণ নেই এখন বলার সময় এসেছে।