ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// হেলাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক //
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কতুবপুর গ্রামের আঃসালামের মেয়ে মওটুশি আক্তার মউ, এবং তার( ৮) বছর বয়সের কন্যা সন্তান মুর্শিদাকে নিয়ে গতকাল (১৭) মে কাপাসিয়া যাওয়ার পথে শ্রীপুর এলাকায় রাজাবাড়ির মাঝখানে বিকেলে সময়  সিএনজি আর পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথ যাত্রী মউয়ের কন্যা সন্তান ঘটনা স্থলেই মারা যায়এবং মউকে আশংকাজনক ভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কোন এক পথচারী এ সংবাদটি ফেইসবুকে তুলে আনলে এলাকায় সংবাদ ছড়িয়ে পড়ে। পরে নিহতের পরিবারের লোকজন আজ (১৮) মে বৃহস্পতিবার কাপাসিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করে নিহতের লাশ বাজিতপুরে নিয়ে আসে। এ ঘটনার পর পথচারীরা মা, মেয়েকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে সেখান  থেকে গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানা সালনার ওসি শাহ মোঃ মুস্তাফিজুরের (পিপিএম) সাথে মুঠোফোনে কথা হলে, বাংলা খবরের এ প্রতিনিধিকে  বলেন, শ্রীপুর আন্তঃ মহাসড়কে গতকাল সড়ক দুর্ঘটনায় দুটি পিকআপ আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

আপডেট সময় : ০১:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
// হেলাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক //
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কতুবপুর গ্রামের আঃসালামের মেয়ে মওটুশি আক্তার মউ, এবং তার( ৮) বছর বয়সের কন্যা সন্তান মুর্শিদাকে নিয়ে গতকাল (১৭) মে কাপাসিয়া যাওয়ার পথে শ্রীপুর এলাকায় রাজাবাড়ির মাঝখানে বিকেলে সময়  সিএনজি আর পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথ যাত্রী মউয়ের কন্যা সন্তান ঘটনা স্থলেই মারা যায়এবং মউকে আশংকাজনক ভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কোন এক পথচারী এ সংবাদটি ফেইসবুকে তুলে আনলে এলাকায় সংবাদ ছড়িয়ে পড়ে। পরে নিহতের পরিবারের লোকজন আজ (১৮) মে বৃহস্পতিবার কাপাসিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করে নিহতের লাশ বাজিতপুরে নিয়ে আসে। এ ঘটনার পর পথচারীরা মা, মেয়েকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে সেখান  থেকে গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানা সালনার ওসি শাহ মোঃ মুস্তাফিজুরের (পিপিএম) সাথে মুঠোফোনে কথা হলে, বাংলা খবরের এ প্রতিনিধিকে  বলেন, শ্রীপুর আন্তঃ মহাসড়কে গতকাল সড়ক দুর্ঘটনায় দুটি পিকআপ আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বা/খ: এসআর।