ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৬ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৯ মি. ইফতার ৬:১০ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৪০ মি. ইফতার ৬:২৩ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:১৯ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৫ মি. ইফতার ৬:১৬ মি. :: সিলেটে সেহেরি ৪:২৭ মি. ইফতার ৬:১০ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:২১ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৬ মি. ::::

সংলাপের আশার প্রদীপ এখনও নেভেনি: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাথে সংলাপের আশা এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তবে একই সাথে তিনি এও জানান যে, সংলাপ নিয়ে এখনই ভাবছে না আওয়ামী লীগ।

সম্প্রতি আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুর একটি বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির সংলাপের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক জনসভায় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছিলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই।’

এই আলোচনার মধ্যেই বুধবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ হাছান মাহমুদ আমুর এ বক্তব্য নাকচ করে দেন। তারা দুজনই সে সময় বলেছিলেন, বিএনপিকে সংলাপে ডাকা হয়নি।

এরপরপরই ওইদিনই নিজের বক্তব্য থেকে সরে আসেন আমু। বুধবার তিনি বলেন, ‘কাউকে আহ্বান করা হয়নি। কাউকে আহ্বান করার সুযোগ নাই। এটা আওয়ামী লীগের বাড়ির দাওয়াত না যে, দাওয়াত করে নিয়ে এসে খাওয়াব। আলোচনার জন্য কাউকে বলা হয় নাই। কাউকে দাওয়াত দেওয়া হয় নাই।’

সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে শুক্রবার গণভবন গেটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনো নিভে যায়নি।

‘ওবায়দুল কাদের বলেন, সংলাপ হবে কিনা তা ভবিষ্যতই বলে দিবে। তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না,’ যোগ করেন তিনি।

একাদশ সংসদের মেয়াদ শেষের দিকে। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচন। বর্তমান একাদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে হিসেবে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এর আগেও জাতীয় নির্বাচনের আগে সংলাপে বসেছে আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলের নেতাদের মধ্যে সবশেষ সংলাপটি হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় সে নির্বাচনে অংশ নিতে পারেননি। সেবার বিএনপি নির্বাচনে আসে জাতীয় ঐক্যফ্রন্ট নামের একটি জোটের মাধ্যমে। সেই জোটের নেতৃত্বে ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সংলাপের পর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে আসতে সম্মত হয় বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচনে সুবিধা করতে পারেনি জোট। বিএনপি সেই নির্বাচনে পেয়েছিল মাত্র ৭টি আসন।

তার আগের জাতীয় নির্বাচন; অর্থাৎ, ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সেই নির্বাচনে বিএনপি ও তাদের জোট শরীকেরা অংশ নেয়নি। নির্বাচনে যাতে বিএনপি অংশ নেয়, তা নিশ্চিত করতে বিদেশিদের মধ্যস্থতায়ও একাধিক মীমাংসার চেষ্টা হয়েছে। তবে এই প্রচেষ্টাগুলোও ব্যর্থ হয়।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/llhb

নিউজটি শেয়ার করুন

সংলাপের আশার প্রদীপ এখনও নেভেনি: কাদের

আপডেট সময় : ১১:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাথে সংলাপের আশা এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তবে একই সাথে তিনি এও জানান যে, সংলাপ নিয়ে এখনই ভাবছে না আওয়ামী লীগ।

সম্প্রতি আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুর একটি বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির সংলাপের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক জনসভায় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছিলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই।’

এই আলোচনার মধ্যেই বুধবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ হাছান মাহমুদ আমুর এ বক্তব্য নাকচ করে দেন। তারা দুজনই সে সময় বলেছিলেন, বিএনপিকে সংলাপে ডাকা হয়নি।

এরপরপরই ওইদিনই নিজের বক্তব্য থেকে সরে আসেন আমু। বুধবার তিনি বলেন, ‘কাউকে আহ্বান করা হয়নি। কাউকে আহ্বান করার সুযোগ নাই। এটা আওয়ামী লীগের বাড়ির দাওয়াত না যে, দাওয়াত করে নিয়ে এসে খাওয়াব। আলোচনার জন্য কাউকে বলা হয় নাই। কাউকে দাওয়াত দেওয়া হয় নাই।’

সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে শুক্রবার গণভবন গেটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনো নিভে যায়নি।

‘ওবায়দুল কাদের বলেন, সংলাপ হবে কিনা তা ভবিষ্যতই বলে দিবে। তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না,’ যোগ করেন তিনি।

একাদশ সংসদের মেয়াদ শেষের দিকে। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচন। বর্তমান একাদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে হিসেবে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এর আগেও জাতীয় নির্বাচনের আগে সংলাপে বসেছে আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলের নেতাদের মধ্যে সবশেষ সংলাপটি হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় সে নির্বাচনে অংশ নিতে পারেননি। সেবার বিএনপি নির্বাচনে আসে জাতীয় ঐক্যফ্রন্ট নামের একটি জোটের মাধ্যমে। সেই জোটের নেতৃত্বে ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সংলাপের পর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে আসতে সম্মত হয় বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচনে সুবিধা করতে পারেনি জোট। বিএনপি সেই নির্বাচনে পেয়েছিল মাত্র ৭টি আসন।

তার আগের জাতীয় নির্বাচন; অর্থাৎ, ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সেই নির্বাচনে বিএনপি ও তাদের জোট শরীকেরা অংশ নেয়নি। নির্বাচনে যাতে বিএনপি অংশ নেয়, তা নিশ্চিত করতে বিদেশিদের মধ্যস্থতায়ও একাধিক মীমাংসার চেষ্টা হয়েছে। তবে এই প্রচেষ্টাগুলোও ব্যর্থ হয়।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/llhb