ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্বেত রোগে আক্রান্ত মমতা মোহনদাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

ভারতের মালায়ালাম সিনেমার অভিনেত্রী-গায়িকা মমতা মোহনদাস। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন এই অভিনেত্রী। এই সংগ্রামের কথা প্রায়ই তাকে বলতে শোনা যায়। এবার মমতা জানালেন, ভিটিলিগো রোগে আক্রান্ত তিনি। যাকে শ্বেতী রোগ নামে অনেকে জানেন।

রোববার (১৫ জানুয়ারি) অভিনেত্রী জানিয়েছেন যে তিনি অটোইমিউন রোগ ভিটিলিগো’তে (শ্বেত রোগ) ভুগছেন। ইনস্টাগ্রামে নিজের রোগের বিষয়টি সম্পর্কে ভক্তদের অবগত করেন অভিনেত্রী। এর আগে মমতা সফলভাবে ক্যান্সার এবং হজকিন্স লিম্ফোমার বিরুদ্ধে লড়াই করেছিলেন।

ইনস্টাগ্রাম পোস্টে মমতা লিখেছেন ‘প্রিয়, আমি তোমাকে এমনভাবে আলিঙ্গন করব, যা আগে কখনো করিনি। ছোট ছোট দাগ, আমি আমার রং হারাচ্ছি। প্রতি সকালে তোমার আগে আমি জেগে ওঠি, যাতে কুয়াশা ভেদ করে বেরিয়ে আসা তোমার রশ্মি দেখতে পাই। তোমার যা আছে তার সবটাই দাওৃ। আমি কৃতজ্ঞ থাকব।’ হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, কালার, অটোইমিউন ডিজিস, ভিটিলিগো।

ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, তিনি রঙ হারাচ্ছেন। এরপর ভক্তদের উদ্দেশ্যে একটি কবিতাও পোস্ট করেন অভিনেত্রী।

জীবন যুদ্ধে সাহসী এক নারী মমতা। ২০১০ সালে লিমফ্যাটিক সিসটেমে ক্যানসার ধরা পড়ে মমতার। এ যুদ্ধে জয়ী হওয়ার পর ২০১৩ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করান এই অভিনেত্রী। বর্তমানে সাহসের সঙ্গে শ্বেতী রোগের চিকিৎসা করাচ্ছেন এই প্লেব্যাক গায়িকা।

হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবং চিকিৎসক ডাঃ দিলীপ গুদে’র মতে, ভিটিলিগো হল একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন ডিসঅর্ডার যার ফলে ত্বকের রঙ হারায়। এটির ফলে ত্বক দুধ-সাদা রঙে পরিণত হয়।

ত্বকের মধ্যে মেলানোসাইট কোষে থাকে মেলানিন, যা ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য রক্ষা করে। মেলানিনের ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি হলে বা ভারসাম্য নষ্ট হলে দেখা দেয় শ্বেতী। শ্বেতী বা ধবল বংশগত কারণে হতে পারে।

প্রতি ১০০ জন শ্বেতী রোগীর মধ্যে ৩০ জনের ক্ষেত্রেই শ্বেতী হয় বংশগত ধারায়, মাতৃ বা পিতৃকুলের কারো না কারো থেকে জিনের প্রভাবে। বাকি ৭০ শতাংশের ক্ষেত্রে শ্বেতী সাদা দাগ ছড়াতে থাকে নিজস্ব কারণে, যার মূলে রয়েছে মেলানিনের কারসাজি! এটি ছোঁয়াচে বা অভিশপ্ত কোনো রোগ নয়, কুসংস্কার এড়িয়ে যথাযথ চিকিৎসা নিলে ভালো থাকা যায়।

২০০৫ সালে হরিহরন পরিচালিত মালায়ালাম ফিল্ম ‘মায়োখাম’ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন মমতা। তিনি ‘বাস কন্ডাক্টর’-এ মামুত্তির সাথে, ‘অ্যাডবুথাম অ্যান্ড লঙ্কা’তে সুরেশ গোপীর সাথে এবং একই বছর ‘মধুচন্দ্রলেখা’তে জয়রামের সাথে অভিনয় করেছিলেন। মমতা একজন জনপ্রিয় প্লেব্যাক গায়িকাও। মালায়লাম সিনেমায় কাজ করার পাশাপাশি তিনি কয়েকটি তেলেগু, কন্নড় এবং তামিল সিনেমাতেও অভিনয় করেছেন। ২০২২ সালে তার ‘জন গন মন’ সিনেমাটি মালায়লাম ইন্ডাস্ট্রির সবচেয় সফল সিনেমা হিসেবে দর্শক ও সমালোচক উভয়ের মন জয় করে নেয়। এতে আরো অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমারান। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

শ্বেত রোগে আক্রান্ত মমতা মোহনদাস

আপডেট সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক : 

ভারতের মালায়ালাম সিনেমার অভিনেত্রী-গায়িকা মমতা মোহনদাস। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন এই অভিনেত্রী। এই সংগ্রামের কথা প্রায়ই তাকে বলতে শোনা যায়। এবার মমতা জানালেন, ভিটিলিগো রোগে আক্রান্ত তিনি। যাকে শ্বেতী রোগ নামে অনেকে জানেন।

রোববার (১৫ জানুয়ারি) অভিনেত্রী জানিয়েছেন যে তিনি অটোইমিউন রোগ ভিটিলিগো’তে (শ্বেত রোগ) ভুগছেন। ইনস্টাগ্রামে নিজের রোগের বিষয়টি সম্পর্কে ভক্তদের অবগত করেন অভিনেত্রী। এর আগে মমতা সফলভাবে ক্যান্সার এবং হজকিন্স লিম্ফোমার বিরুদ্ধে লড়াই করেছিলেন।

ইনস্টাগ্রাম পোস্টে মমতা লিখেছেন ‘প্রিয়, আমি তোমাকে এমনভাবে আলিঙ্গন করব, যা আগে কখনো করিনি। ছোট ছোট দাগ, আমি আমার রং হারাচ্ছি। প্রতি সকালে তোমার আগে আমি জেগে ওঠি, যাতে কুয়াশা ভেদ করে বেরিয়ে আসা তোমার রশ্মি দেখতে পাই। তোমার যা আছে তার সবটাই দাওৃ। আমি কৃতজ্ঞ থাকব।’ হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, কালার, অটোইমিউন ডিজিস, ভিটিলিগো।

ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, তিনি রঙ হারাচ্ছেন। এরপর ভক্তদের উদ্দেশ্যে একটি কবিতাও পোস্ট করেন অভিনেত্রী।

জীবন যুদ্ধে সাহসী এক নারী মমতা। ২০১০ সালে লিমফ্যাটিক সিসটেমে ক্যানসার ধরা পড়ে মমতার। এ যুদ্ধে জয়ী হওয়ার পর ২০১৩ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করান এই অভিনেত্রী। বর্তমানে সাহসের সঙ্গে শ্বেতী রোগের চিকিৎসা করাচ্ছেন এই প্লেব্যাক গায়িকা।

হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবং চিকিৎসক ডাঃ দিলীপ গুদে’র মতে, ভিটিলিগো হল একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন ডিসঅর্ডার যার ফলে ত্বকের রঙ হারায়। এটির ফলে ত্বক দুধ-সাদা রঙে পরিণত হয়।

ত্বকের মধ্যে মেলানোসাইট কোষে থাকে মেলানিন, যা ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য রক্ষা করে। মেলানিনের ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি হলে বা ভারসাম্য নষ্ট হলে দেখা দেয় শ্বেতী। শ্বেতী বা ধবল বংশগত কারণে হতে পারে।

প্রতি ১০০ জন শ্বেতী রোগীর মধ্যে ৩০ জনের ক্ষেত্রেই শ্বেতী হয় বংশগত ধারায়, মাতৃ বা পিতৃকুলের কারো না কারো থেকে জিনের প্রভাবে। বাকি ৭০ শতাংশের ক্ষেত্রে শ্বেতী সাদা দাগ ছড়াতে থাকে নিজস্ব কারণে, যার মূলে রয়েছে মেলানিনের কারসাজি! এটি ছোঁয়াচে বা অভিশপ্ত কোনো রোগ নয়, কুসংস্কার এড়িয়ে যথাযথ চিকিৎসা নিলে ভালো থাকা যায়।

২০০৫ সালে হরিহরন পরিচালিত মালায়ালাম ফিল্ম ‘মায়োখাম’ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন মমতা। তিনি ‘বাস কন্ডাক্টর’-এ মামুত্তির সাথে, ‘অ্যাডবুথাম অ্যান্ড লঙ্কা’তে সুরেশ গোপীর সাথে এবং একই বছর ‘মধুচন্দ্রলেখা’তে জয়রামের সাথে অভিনয় করেছিলেন। মমতা একজন জনপ্রিয় প্লেব্যাক গায়িকাও। মালায়লাম সিনেমায় কাজ করার পাশাপাশি তিনি কয়েকটি তেলেগু, কন্নড় এবং তামিল সিনেমাতেও অভিনয় করেছেন। ২০২২ সালে তার ‘জন গন মন’ সিনেমাটি মালায়লাম ইন্ডাস্ট্রির সবচেয় সফল সিনেমা হিসেবে দর্শক ও সমালোচক উভয়ের মন জয় করে নেয়। এতে আরো অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমারান। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।