ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহিনের ইনজুরি নিয়ে আফ্রিদির মন্তব্য পিসিবির অস্বীকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ৫০৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তান তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। যার ফলে নেদারল্যান্ডস সফর ও আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নিতে পারেননি এই পেসার। তবে উভয় সিরিজেই দলের সঙ্গে ছিলেন তিনি।

ভারতের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষেই রিহ্যাবের জন্য লন্ডন চলে যান। সেখানেই নিজের রিহ্যাব পর্ব চালান। সম্প্রতি তিনি জিম করার একটি ভিডিও পোস্ট করে জানান দেন রিহ্যাবে তিনি উত্তরোত্তর উন্নতি করছেন।

শাহিনের সে রিহ্যাব নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এক মন্তব্য করেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেন, শাহিনের রিহ্যাবের জন্য কোনও টাকাই খরচ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বরং লন্ডনে নিজের খরচে চলছেন শাহিন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পাকিস্তানের ‘সামা টিভি’র টক শোতে আফ্রিদি বলেন, সে (শাহিন) নিজের টাকায় কেনা টিকিটে লন্ডনে গেছে। সেখানে অবস্থানও করছে নিজের টাকায়। ওখানে আমি একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তার সঙ্গেই যোগাযোগ করেছে। এ ক্ষেত্রে পিসিবি কিছুই করেনি।

আফ্রিদির এমন বিস্ফোরক বক্তব্যের বিপরীতে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা আফ্রিদির এমন মন্তব্যকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি পিসিবি সব সময়ই ক্রিকেটারদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গুরুত্বসহকারে করে থাকে। ভবিষ্যতেও এই ব্যবস্থা চলমান থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।

পিসিবি বিবৃতিতে আরও বলেছে, লন্ডনে শাহীনের পুনর্বাসন প্রক্রিয়া চমৎকারভাবে এগুচ্ছে এবং উন্নতি দৃশ্যমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার পথে আছে সে। পিসিবি সব সময়ই সব খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করে এবং ভবিষ্যতেও এ বিষয়ক দায়িত্ব পালন করে যাবে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে রাখা হয়েছে ইনজুরিতে এশিয়া কাপ মিস করার পেসার মোহাম্মদ ওয়াসিম ও শাহিন শাহ আফ্রিদিকে। তবে ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। তার চিকিৎসার জন্য পিসিবি ইতোমধ্যে ইংল্যান্ডে পাঠানোর ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

শাহিনের ইনজুরি নিয়ে আফ্রিদির মন্তব্য পিসিবির অস্বীকার

আপডেট সময় : ০১:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তান তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। যার ফলে নেদারল্যান্ডস সফর ও আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নিতে পারেননি এই পেসার। তবে উভয় সিরিজেই দলের সঙ্গে ছিলেন তিনি।

ভারতের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষেই রিহ্যাবের জন্য লন্ডন চলে যান। সেখানেই নিজের রিহ্যাব পর্ব চালান। সম্প্রতি তিনি জিম করার একটি ভিডিও পোস্ট করে জানান দেন রিহ্যাবে তিনি উত্তরোত্তর উন্নতি করছেন।

শাহিনের সে রিহ্যাব নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এক মন্তব্য করেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেন, শাহিনের রিহ্যাবের জন্য কোনও টাকাই খরচ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বরং লন্ডনে নিজের খরচে চলছেন শাহিন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পাকিস্তানের ‘সামা টিভি’র টক শোতে আফ্রিদি বলেন, সে (শাহিন) নিজের টাকায় কেনা টিকিটে লন্ডনে গেছে। সেখানে অবস্থানও করছে নিজের টাকায়। ওখানে আমি একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তার সঙ্গেই যোগাযোগ করেছে। এ ক্ষেত্রে পিসিবি কিছুই করেনি।

আফ্রিদির এমন বিস্ফোরক বক্তব্যের বিপরীতে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা আফ্রিদির এমন মন্তব্যকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি পিসিবি সব সময়ই ক্রিকেটারদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গুরুত্বসহকারে করে থাকে। ভবিষ্যতেও এই ব্যবস্থা চলমান থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।

পিসিবি বিবৃতিতে আরও বলেছে, লন্ডনে শাহীনের পুনর্বাসন প্রক্রিয়া চমৎকারভাবে এগুচ্ছে এবং উন্নতি দৃশ্যমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার পথে আছে সে। পিসিবি সব সময়ই সব খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করে এবং ভবিষ্যতেও এ বিষয়ক দায়িত্ব পালন করে যাবে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে রাখা হয়েছে ইনজুরিতে এশিয়া কাপ মিস করার পেসার মোহাম্মদ ওয়াসিম ও শাহিন শাহ আফ্রিদিকে। তবে ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। তার চিকিৎসার জন্য পিসিবি ইতোমধ্যে ইংল্যান্ডে পাঠানোর ঘোষণা দিয়েছে।