ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে ভাসুর কর্তৃক গৃহবধূকে কুপিয়ে জখম : গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / ৪৬৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সবিতা রানী সুত্রধরকে তার স্বামীর বাড়ির লোকজন কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ সবিতার ভাসুরকে গ্রেফতার করে। অসহায় মেয়েটি স্বামীর বাড়ির লোকজনদের হুমকিতে শশুর ছেড়ে তার বোনের বাসায় রয়েছে।
জানা গেছে উপজেলার রন্জিত সুত্রধরের মেয়ে সবিতা রানীর সাথে মৃত তারা সুত্রধরের ছেলে রুপ সুত্রধরের ১৩ বছর পূর্বে উপজেলার হাট বেলতৈল ইউনিয়নের হাট বেতকান্দি সবিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামীসহ শশুর বাড়ির লোকজন অত্যাচার করতে থাকে। এক পর্যায়ে বিয়ের কিছুদিন পর থেকে সবিতাকে তার স্বামীর সহযোগীতায় বাড়ি থেকে বের করে দেয়।
শনিবার সকালে কান্নাজড়িত কন্ঠে সবিতা সাংবাদিকদের জানান, আমার বিয়ে হওয়ার পর আমি ৬ মাস ঘর সংসার করতে পারি নাই। আমাকে কারণে অকারণে শশুর বাড়ির লোকজন অত্যাচার করে। আমার বাবা থেকেও নাই। মা দেশের বাইরে, স্বামীও দেখতে পারে না। আমাকে শশুর বাড়ির লোকজন একা পেয়ে চরম নির্যাতন চালায়।
আমার ইতিপূর্বে শশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আমাকে ঈদের আগে আমাকে আমার ভাসুর পরেশ ও তার ছেলে অমৃত সুত্রধর কুপিয়ে জখম করে। আমার একটি চোখে আঘাত করে। আমার একটি মাত্র ছোট ছেলে রয়েছে। আহত অবস্থায় পোতাজিয়া হাসপাতালে ভর্তি হই। চিকিৎসা শেষে  আমি গত ২৫ জুন থানায় ভাসুর ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করি।
থানার ওসি তদন্ত আসলাম হোসেন জানান, অসহায় মেয়েটিকে আমরা সব ধরনের সহযোগীতা করছি। দুজনের বিরুদ্ধে মামলা হলে আমরা মামলার বাদী সবিতা রানীর ভাসুর পরেশ সুত্রধরকে (৬৫) গ্রেফতার করেছি। বাকী আসামীকে খুব শ্রীঘ্রই ধরে ফেলবো। এদিকে সবিতা রানী মামলা করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে ভাসুর কর্তৃক গৃহবধূকে কুপিয়ে জখম : গ্রেফতার ১

আপডেট সময় : ০১:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সবিতা রানী সুত্রধরকে তার স্বামীর বাড়ির লোকজন কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ সবিতার ভাসুরকে গ্রেফতার করে। অসহায় মেয়েটি স্বামীর বাড়ির লোকজনদের হুমকিতে শশুর ছেড়ে তার বোনের বাসায় রয়েছে।
জানা গেছে উপজেলার রন্জিত সুত্রধরের মেয়ে সবিতা রানীর সাথে মৃত তারা সুত্রধরের ছেলে রুপ সুত্রধরের ১৩ বছর পূর্বে উপজেলার হাট বেলতৈল ইউনিয়নের হাট বেতকান্দি সবিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামীসহ শশুর বাড়ির লোকজন অত্যাচার করতে থাকে। এক পর্যায়ে বিয়ের কিছুদিন পর থেকে সবিতাকে তার স্বামীর সহযোগীতায় বাড়ি থেকে বের করে দেয়।
শনিবার সকালে কান্নাজড়িত কন্ঠে সবিতা সাংবাদিকদের জানান, আমার বিয়ে হওয়ার পর আমি ৬ মাস ঘর সংসার করতে পারি নাই। আমাকে কারণে অকারণে শশুর বাড়ির লোকজন অত্যাচার করে। আমার বাবা থেকেও নাই। মা দেশের বাইরে, স্বামীও দেখতে পারে না। আমাকে শশুর বাড়ির লোকজন একা পেয়ে চরম নির্যাতন চালায়।
আমার ইতিপূর্বে শশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আমাকে ঈদের আগে আমাকে আমার ভাসুর পরেশ ও তার ছেলে অমৃত সুত্রধর কুপিয়ে জখম করে। আমার একটি চোখে আঘাত করে। আমার একটি মাত্র ছোট ছেলে রয়েছে। আহত অবস্থায় পোতাজিয়া হাসপাতালে ভর্তি হই। চিকিৎসা শেষে  আমি গত ২৫ জুন থানায় ভাসুর ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করি।
থানার ওসি তদন্ত আসলাম হোসেন জানান, অসহায় মেয়েটিকে আমরা সব ধরনের সহযোগীতা করছি। দুজনের বিরুদ্ধে মামলা হলে আমরা মামলার বাদী সবিতা রানীর ভাসুর পরেশ সুত্রধরকে (৬৫) গ্রেফতার করেছি। বাকী আসামীকে খুব শ্রীঘ্রই ধরে ফেলবো। এদিকে সবিতা রানী মামলা করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
বাখ//আর