ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লিভারপুলকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে উড়িয়ে দিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে তাদের। বৃহস্পতিবার (২৫শে মে) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রেড ডেভিলরা।

জিতলেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত এমন সমীকরণ নিয়ে মাঠে নামে ম্যানইউ। শুরুতেই আক্রমণের পসরা সাজানো টেন হাগের শিষ্যরা এগিয়ে যায় ষষ্ঠ মিনিটেই। ক্রিস্তিয়ান এরিকসেনের ফ্রি কিক দারুণ এক হেডে জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

পিছিয়ে পরে পাল্টা আক্রমণে উঠে চেলসি। তবে মৌসুমজুড়ে ধুকতে থাকা লন্ডনের ক্লাবটি বারবার ব্যর্থ হয় ফিনিশিং দিতে। এই সুযোগে ব্যবধান দ্বিগুণ করে নেয় ম্যানচেস্টার। প্রথমার্ধের ইনজুরি টাইমে রেড ডেভিলদের আবার এগিয়ে নেন অ্যান্থনি মার্শিয়াল।

দুই গোলে পিছিয়ে পড়া চেলসি বিরতির পর মাঠে নেমে বিবর্ণ হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুইবার ব্যবধান কমানোর সুযোগ পেয়েও পারেনি। উল্টো ৭৩ মিনিটে আরও একটি গোল হজম করে বসে। ডি বক্সে ফাউলের শিকার হন ম্যানইউর ব্র“নো ফার্নান্দেজ, তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। পরে এই পর্তুগিজ মিডফিল্ডারই স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন।

পাঁচ মিনিট পর একহালি গোল পূর্ণ করেন বদলি হিসেবে নামা মার্কাস র‌্যাশফোর্ড। তার প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড। আর ম্যাচের ৮৯ মিনিটে চেলসির হয়ে শান্তনাসূচক একটি গোল করেন জোয়াও ফেলিক্স।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে ইউনাইটেড। ৩৭ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে টেন হাগের দলের ৭২ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর্সেনালের ৮১ ও চ্যাম্পিয়ন সিটির ৮৯ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চেলসি।

ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। আর ইউরোপা লিগে খেলবে ব্রাইটন এবং লিভারপুল।

নিউজটি শেয়ার করুন

লিভারপুলকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ

আপডেট সময় : ১১:৫০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে উড়িয়ে দিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে তাদের। বৃহস্পতিবার (২৫শে মে) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রেড ডেভিলরা।

জিতলেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত এমন সমীকরণ নিয়ে মাঠে নামে ম্যানইউ। শুরুতেই আক্রমণের পসরা সাজানো টেন হাগের শিষ্যরা এগিয়ে যায় ষষ্ঠ মিনিটেই। ক্রিস্তিয়ান এরিকসেনের ফ্রি কিক দারুণ এক হেডে জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

পিছিয়ে পরে পাল্টা আক্রমণে উঠে চেলসি। তবে মৌসুমজুড়ে ধুকতে থাকা লন্ডনের ক্লাবটি বারবার ব্যর্থ হয় ফিনিশিং দিতে। এই সুযোগে ব্যবধান দ্বিগুণ করে নেয় ম্যানচেস্টার। প্রথমার্ধের ইনজুরি টাইমে রেড ডেভিলদের আবার এগিয়ে নেন অ্যান্থনি মার্শিয়াল।

দুই গোলে পিছিয়ে পড়া চেলসি বিরতির পর মাঠে নেমে বিবর্ণ হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুইবার ব্যবধান কমানোর সুযোগ পেয়েও পারেনি। উল্টো ৭৩ মিনিটে আরও একটি গোল হজম করে বসে। ডি বক্সে ফাউলের শিকার হন ম্যানইউর ব্র“নো ফার্নান্দেজ, তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। পরে এই পর্তুগিজ মিডফিল্ডারই স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন।

পাঁচ মিনিট পর একহালি গোল পূর্ণ করেন বদলি হিসেবে নামা মার্কাস র‌্যাশফোর্ড। তার প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড। আর ম্যাচের ৮৯ মিনিটে চেলসির হয়ে শান্তনাসূচক একটি গোল করেন জোয়াও ফেলিক্স।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে ইউনাইটেড। ৩৭ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে টেন হাগের দলের ৭২ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর্সেনালের ৮১ ও চ্যাম্পিয়ন সিটির ৮৯ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চেলসি।

ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। আর ইউরোপা লিগে খেলবে ব্রাইটন এবং লিভারপুল।